header banner

রায়দিঘিতে মাকে বাঁচিয়েও হল না শেষরক্ষা, মৌমাছির কামড়ে মৃত্যু হল ছেলের

article banner

সুদেষ্ণা মন্ডল, রায়দিঘি: পুজোর ছুটিতে দেশ বাড়িতে এসেছিলেন পরিবারের সাথে দেখা করতে। কিন্তু আর ফেরা হল না। মৌমাছির কামড় থেকে মা কে বাঁচাতে গিয়ে মৃত্যু হল ছেলের। প্রতিদিনের মতনই মা রান্না করছিল রান্নাঘরে। রান্নাঘরের ধোঁয়ায় রান্না ঘরের পাশে থাকা মৌমাছির চাক থেকে একে একে মৌমাছি রা বেরিয়ে আসতে থাকে। মাকে বাঁচিয়ে বাড়ির মধ্যে ঢুকিয়ে দিলেও শেষ রক্ষা হলো না। মৌমাছি দের আক্রমণে প্রাণ হারালেন সুরজিৎ কয়াল (৩২)। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা রায়দিঘি নগেন্দ্রপুর এলাকায়। 

{link}
স্থানীয় সূত্রে জানা যায় ,নদীয়া তাহেরপুরে কর্মসূত্রে থাকতেন সুরজিৎ। মাঝেমধ্যেই বাবা মাকে দেখার জন্য দক্ষিণ ২৪ পরগনা রায়দিঘী নগেন্দ্রপুর এর বাড়িতেই আসতো সে। বেশ কয়েকদিন আগে বাবা মাকে দেখার জন্য দেশের বাড়িতে এসেছিল সুরজিৎ। ছেলে আসার আনন্দে বাড়ির রান্না ঘরেই রান্না করছিলেন তার মা। কিন্তু বাড়ির পাশেই একটি গাছে অকাণ্ড মৌচাক ছিল তা কেউ টের পায়নি। রান্না ধোয়াতে মৌচাক থেকে মৌমাছি বেরোতে শুরু করে এবং ধোঁয়ার উৎসর দিকে ধাওয়া করে মৌমাছির ঝাঁক দেখে মাকে নিয়ে ঘরে চলে যায় সুরজিৎ। কিন্তু শেষ রক্ষা হলো না মৌমাছিদের আক্রমণে গুরুতর অসুস্থ হয়ে পড়ে সুরজিৎ। তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে রায়দিঘী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হয় তাকে ডায়মন্ড হারবারে স্থানান্তরিত করে কর্তব্যরত চিকিৎসকেরা। ডায়মন্ড হারবারে স্থানান্তরিত করার পথেই মৃত্যু হয় সুরজিৎ এর। ছেলের মৃত্যুতে কার্যত শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। শোকস্তব্ধ স্থানীয় এলাকার মানুষজনও। 
{ads}

news Raydhighi bee sting West Bengal সংবাদ

Last Updated :