header banner

সোমবার আবারও কাঁথি থানায় হাজিরে দিতে এলেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী

article banner

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: শুক্রবারে পর এবার সোমবার। আবারও কাঁথি থানায় হাজিরা দিতে এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। আজ সকাল দশটা দশ মিনিট নাগাদ কাঁথি থানায় এসে হাজির হন সৌমেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে কাঁথি পুরসভার পুরপ্রধান থাকাকালীন একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই পরিপ্রেক্ষিতেই আজ থানায় হাজিরা দিতে এসেছিলেন তিনি। 

{link}
বস্তুত শুক্রবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে কাঁথি থানার তদন্তকারীরা টানা ১০ ঘন্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেন। তৎকালীন সময়ে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে। কখনোও কাঁথি শহরে বাতি বসানোর নামে কোটি কোটি টাকা দুর্নীতি! পুরসভার রাঙামাটি শ্মশানে স্টল দুর্নীতি মামলা! সারদা লক্ষ লক্ষ টাকা দুর্নীতি!  ত্রিপল চুরি মামলা!  একাধিক দুর্নীতির অভিযোগ তুলে কাঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছিল। যদিও সৌমেন্দু অধিকারী হাইকোর্ট নির্দেশে ৩০ শে নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ রয়েছে। পুলিশ তদন্ত করতে পারবে গ্রেফতার কোনমতে করতে পারবে না। যদিও বর্তমান সময়ে বিষয়টিকে নিয়ে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে। জোরদার জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলেও। 
{ads}

news Kontai Suvendu Adhikari police investigation সংবাদ

Last Updated :