header banner

মিউচুয়াল ডিভোর্সের মামলায় বাঁকুড়া জেলা আদালতে হাজিরা দিলেন সৌমিত্র সুজাতা

article banner

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া: 'ডিভোর্সে'র মামলায় বাঁকুড়া জেলা আদালতে হাজিরা দিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ও সুজাতা মণ্ডল। সোমবার আদালতের নির্দেশে দু'পক্ষই জেলা আদালতে হাজির হন। প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ২০২০ সালের ২১ ডিসেম্বর কলকাতায় কুণাল ঘোষ-সৌগত রায়দের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন সৌমিত্র জায়া সুজাতা। এরপরেই দু'পক্ষের সম্পর্কের অবনতি ঘটে, আলাদা থাকতে শুরু করেন তাঁরা। গত বছর জানুয়ারী মাসে এবিষয়ে মামলাও দায়ের করেছিলেন সৌমিত্র খাঁ। সেই সময় সুজাতা খাঁ 'ডিভোর্স চাননা' বলে জানিয়েছিলেন। যদিও পরবর্ত্তী সময়ে 'মিউচ্যুয়্যাল ডিভোর্সে'র পথেই হাঁটেন তিনি।

{link}
এদিন লাল পাড় সাদা শাড়ি, চোখে সানগ্লাস আর কপালে এক খানা বড় টিপ পরে আদালতে আসেন সুজাতা মণ্ডল। আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমরা ভারতীয় বিচার ব্যবস্থা ও আদালতকে সম্মান করি। আদালতের তরফে ডেকে পাঠানো হয়েছিল, তাই এখানে আসা। দুই পক্ষের আইনজীবিদের উপস্থিতিতেই বিচারক কথা বলেছেন। তবে সৌমিত্র খাঁ এর বিষয়ে তিনি কোন কথা বলতে রাজী নন বলে জানান। একই সঙ্গে ডিভোর্স নিয়ে তাঁর কি কোন 'ডিমাণ্ড' আছে? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে সুজাতা বলেন, 'আই হ্যাভ নো ডিমাণ্ড'। মিউচ্যুয়েল ডিভোর্সের নিয়েই মামলা চলছে বলে তিনি জানান। এবিষয়ে সৌমিত্র খাঁ সাংবাদিকদের কোন প্রশ্নের উত্তর না দিলেও তাঁর আইনজীবি সোমনাথ রায়চৌধুরী বলেন, আদালতে ডিভোর্সের মামলা 'তাড়াতাড়ি  শেষ করার আবেদন জানানো হয়েছিল'। বিচারক দু'পক্ষের বক্তব্য শুনেছেন। আগামী এক মাসের মধ্যে এই মামলার নিস্পত্তি  হতে পারে বলে তিনি আশাবাদী বলেও জানিয়েছেন।
{ads}

news Sujata Mondal Khan Soumitra Khan West Bengal সংবাদ

Last Updated :