শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : আগামী ৬ তারিখে রামনবমী। আর রামনবমী উৎসবকে কেন্দ্র করেই তুঙ্গে রাজ্য রাজনীতির জল্পনা। এক কোটি হিন্দুকে পথে নামার আহ্বান জানিয়েছেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী Suvendu Adhikari)। রাজ্যজুড়ে ৩০০০ শোভাযাত্রা ১ লক্ষ পুজোর আয়োজন করছে শ্রী রামনবমী উদযাপন সমিতি।
{link}
যাদবপুর ক্যাম্পাসের রামনবমী পালনের হুশিয়ারি দিয়েছে আর এস এস এর ছাত্র সংগঠন সকল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। পিছিয়ে নেই তৃণমূলও। বিধানসভা নির্বাচনের আগে রামনবমীর এই লড়াইয়ে পথে নামছে তারাও। তবে কি আগামী ২৬ এর ভোটে এই রামনবমী কে কেন্দ্র করেই তৈরি হতে চলেছে আগামীর ভোটব্যাঙ্ক? শাসক দলের একাংশের দাবি শুভেন্দু অধিকারীর এই মিছিল রাজ্য শৃঙ্খলা নষ্ট করতে পারে। এ প্রসঙ্গে কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেছেন- "পার্টি যদি অ্যালাউ করে তাহলে এখানে (ভবানীপুর) ওই তারিখে রামনবমীর এমন জমায়েত করে দিন যে হনুমান এলো এক লাফে সাগর পেরিয়েছিল, ওই মিছিল পার করে যাওয়ার মতো শক্তি যেন আজকের কোন হনুমানের না থাকে।"
{link}
অন্যদিকে বরানগরের বিধায়ক জানান যে- "রামনবমীর দিন শোভাযাত্রা শুরু হবে এবং পালন করা হবে রামনবমী।" শওকত মোল্লা তিনিও বলেন যে - "আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বধর্ম সমন্বয়ের কথা বলেন। অতএব আমরা ঈদ কেমন ভাবে পালন করেছি সেভাবে রামনবমী ও পালন করব।"
তবে কি? আগামী ২৬ এর ভোটে খুব বড় একটা ইস্যু হয়ে দাঁড়াবে এই রামনবমী?
{ads}