header banner

Rail Project : বাঁধা কাটিয়ে রেল নির্মাণে গতি

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : সমস্ত বাধা কাটিয়ে আবার শুরু হলো তারকেশ্বর (Tarkeshwar) বিষ্ণুপুর (Bishnupur)  রেলপথ নির্মাণের কাজ! এলাকার মানুষ খুবই খুশি। তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথের নির্মাণের ক্ষেত্রে যেভাবে জল নিকাশের ব্যবস্থা করা হচ্ছে তা নিয়ে আপত্তি উঠেছিল গোঘাটের পশ্চিম অমরপুরে। বেশ কিছুদিন যাবৎ বন্ধ ছিল নির্মাণ কাজ।

{link}

তবে অবশেষে পূর্ব রেলের দুই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সঙ্গে আন্দোলনকারীদের বৈঠকে সেই জট কেটেছে অল্প। বৈঠকে সমাধান এসেছে নিকাশের সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত এলাকায় মাটি ফেলার কাজ বন্ধ থাকলেও নির্মাণ কাজ আপাতত চলতে পারবে, তারপর থেকে শুরু হয়েছে রেলের নির্মাণ কাজের তৎপরতা।

{link}

অন্যদিকে গ্রামবাসীদের বক্তব্য, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে তাদের দাবি মত রেল বক্স কালভার্টের বদলে যে সব হুম পাইপ বসিয়েছিল তা তুলে নেবে। গ্রামবাসীরা নির্মাণ কাজ চলার মত, গাড়ি ঢোকার মত বাঁশের ব্যারিকেড কিছুটা খুলে নিচ্ছে। তবে নিকাশির সমস্যা দূর হওয়া নিশ্চিত ব্যবস্থা না হওয়া পর্যন্ত মাটির কাজ বন্ধই থাকবে।

{ads}

News Breaking News Rail Project সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article