header banner

Humayun Kabir: রাজনৈতিক মহলের শিরোনামে 'বাবরি মসজিদ'! হুমায়ুনকে তলব স্টেট ব্যাঙ্কের

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: মুর্শিদাবাদে হুমায়ুনের 'বাবরি মসজিদ' এখন খবরের শিরোনামে। তার অনুদান বক্সে তিন দিনেই জমা পড়েছে বিপুল টাকা - যা দেখে স্তম্ভিত নাগরিক মহল। বিভিন্ন দেশ থেকে তাঁর মসজিদ ট্রাস্টের অ‌্যাকাউন্টে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা ঢুকতে শুরু করায় আইন লঙ্ঘনের অভিযোগে মঙ্গলবার বিতর্কিত বিধায়ক হুমায়ুন কবীরকে তলব করল স্টেট ব‌্যাঙ্ক। টানা তিন দিন ধরে হুমায়ুনের দানবাক্সে পড়া টাকা মেশিনে গোনা চলছে। এদিন জমা পড়া টাকার পরিমাণ সাড়ে তিন কোটি ছাড়িয়েছে। এদিনও প্রচুর বিদেশি মুদ্রা তাঁর অ‌্যাকাউন্টে ঢুকেছে। একইসঙ্গে জনৈক হায়দরাবাদবাসী শিল্পপতি নাকি তাঁকে আটজন দেহরক্ষী পাঠিয়েছেন, এমনই দাবি হুমায়ুনের।

{link} 

  বিদেশি মুদ্রা প্রাপ্তির সত‌্যতা স্বীকার করে মঙ্গলবার কলকাতায় হুমায়ুন বলেন, ‘‘কাতার, সৌদি আরব, বাংলাদেশে থেকেও মসজিদ নির্মাণে প্রচুর বিদেশি অর্থ আসছে, যা স্টেট ব‌্যাঙ্কের চলতি অনুমোদিত আইন ও লিমিট অতিক্রম করে গিয়েছে। ব‌্যাঙ্ক খবর পাঠিয়েছিল, প্রয়োজনীয় চিঠিও পাঠিয়ে দেওয়া হচ্ছে।’’ হুমায়ুনের কাছে এতো বিপুল বিদেশি মুদ্রা আসায় যথেষ্ট কদর্য ভাষায় হুমায়ুনকে আক্রমন করেন বিজেপির সুকান্ত ও শমীকে। এদিকে তাকে সমর্থন করে বিবৃতি দেন কুনাল ঘোষ। জমে উঠেছে রাজনৈতিক কর্চা।

{ads}

Humayun Kabir Babri Masjid News West Bengal West Bengal Politics Political News Foreign Currency Babri Masjid সংবাদ রাজনীতি বাবরি মসজিদ হুমায়ুন

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article