header banner

'ম্যায় ঝুকেগা নেহি..' প্রকাশ্যে পুস্পা ছবির সংলাপ বলে বিতর্কে ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি

article banner

নিজস্ব সংবাদদাতা: একসময় দক্ষিনী নায়ক আল্লু অর্জুনের ছবির একটি ডায়লগ বিপুল জনপ্রিয় হয়েছিল সারা ভারত জুড়ে। সোশ্যাল মিডিয়া জুড়ে আট থেকে আশি বছর, সকলের মুখে মুখে চলছিল সেই ডায়লগ। জনপ্রিয় ভারতীয় সিনেমা 'পুষ্পা' ছবির সেই সংলাপটি ছিল "ঝুঁকেগা নেহি......"। রবিবার বিকেলে হাওড়ায় তৃণমূল যুব কংগ্রেসের মহামিছিলের আগে কর্মীদের উদ্বুদ্ধ করতে গিয়ে মঞ্চে দাঁড়িয়ে ওই সংলাপ কর্মীদের উদ্দেশ্যে বলেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারি। আর তাঁর ওই মন্তব্যের পরেই বিতর্ক শুরু হয়। একজন মন্ত্রী প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে এরকম বিতর্কিত শব্দ ব্যবহার কিভাবে করলেন তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

{link}

যদিও এই প্রসঙ্গে মনোজ তেওয়ারি জানান, তিনি ওইভাবে কোনও বিশেষ শব্দ ব্যবহার করতে চাননি। তিনি শুধুমাত্র কর্মীদের উদ্বুদ্ধ করার জন্য সিনেমার একটি সংলাপ বলেছেন মাত্র। এতে যদি কারও মনে আঘাত লেগে থাকে তাহলে তিনি ক্ষমাপ্রার্থী। তবে এই বিষয়টিকে অন্যভাবে না নেওয়ার জন্য তিনি সকলকে অনুরোধ জানান। যদিও তৃণমূল যুব কংগ্রেসের হাওড়া সদরের সভাপতি কৈলাস মিশ্র বলেন যে তিনি মন্ত্রীর ওই সংলাপ নিজে শোনেননি। তিনি পাল্টা বলেন, মমতা ব্যানার্জি ঝুঁকেগা নেহি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঝুঁকেগা নেহি। যার ফলে রাজনৈতিক মহলে এই বিষয়টি নিয়ে বেশ জল্পনা শুরু হয়েছে। বিষয়টির তীব্র নিন্দা ও বিরোধীতা করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। 

{ads}

News Manoj Tiwari Pushpa TMC West Bengal সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article