শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : বছরের পর বছর ধরে নানা টালবাহানার পরে অবশেষে ২৭ জুন সামনে - যার মধ্যে রাজ্য সরকারের নোটিফিকেশন জারি করতে হবে ডিএ নিয়ে। কিন্তু তেমন কোনো উদ্যোগ অন্তত এখন পর্যন্ত দেখা যাচ্ছে। এই বিষয়ে একটি দৈনিক সংবাদপত্রের খবর অনুযায়ী রাজ্য হয়তো এবার বিজ্ঞাপ্তি জারি করতে চলেছে। পঞ্চম বেতন কমিশন অনুযায়ী রাজ্যকে ২৫ শতাংশ বকেয়া ডিএ মেটাতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। আগামী ২৭ জুন শীর্ষ আদালতের নির্ধারিত সময়সীমা শেষ হয়ে যাবে।
{link}
এই আবহে কবে আসতে পারে বকেয়া ডিএ মেটানোর বিজ্ঞপ্তি? তা নিয়ে এখন জোর জল্পনা চলছে। এরই মাঝে ওই পত্রিকার এক রিপোর্টে দাবি করা হল, ২৬ বা ২৭ জুন মহার্ঘ ভাতা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। উল্লেখ্য, ২৭ জুন রথযাত্রার জন্য ছুটি। তবে তা সত্ত্বেও শীর্ষ আদালতের বেঁধে দেওয়া সময়সীমার শেষ লগ্নে গিয়ে ডিএ সংক্রান্ত বিজ্ঞপ্তি সরকার জারি করতে পারে বলে দাবি করেছে ওই পত্রিকা। সেই রিপোর্টে আরও দাবি করা হয়েছে, বকেয়া ডিএ সংক্রান্ত বিজ্ঞপ্তির খুঁটিনাটি চূড়ান্ত করতে রাজ্য সরকার আইনি পরমার্শও নিচ্ছে। এদিকে ২৭ জুন বকেয়া ডিএ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে সেদিনই কি ২৫ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেবে সরকার? এই নিয়ে এখনও কোনও স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।
{link}
তবে যদি ২৭ জুনের মধ্যে ২৫ শতাংশ বকেয়া ডিএ না মেটানো হয়, সেই ক্ষেত্রে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হতে পারে রাজ্য সরকার। এদিকে ২৭ জুনের মধ্যে ২৫ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি জারি না হলে ২৮ জুন রাজ্যের মুখ্যসচিব ও অর্থসচিবকে ই-মেল করে নোটিস পাঠানোর প্রস্তুতি নিয়ে রাখছে রাজ্য সরকারি কর্মচারী সংগঠন।
{ads}