header banner

West Bengal: গোপন পথে পশ্চিমবঙ্গে প্রবেশ করে চুরির কৌশল

article banner

 শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  ইদানিং বার বার খবর আসছে যে বাংলাদেশ থেকে গোপন পথে অনেকেই পশ্চিমবঙ্গে প্রবেশ করছে। সেই  ভাবেই ঠিক পুজোর আগে নিজামুদ্দিন স্ত্রীকে নিয়ে ভারতে প্রবেশ করে বারাসতে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস করা শুরু করে। তারপরেই শুরু হয় তার চুরির অভিনব কৌশল।

{link}

  পুলিশ সূত্রে জানা যাচ্ছে,পুজোর মরশুমে সে চারপাশে রেকি শুরু করে। লক্ষ্য একটাই, ফাঁকা বাড়ি সাফসুতরো করে ফেলা। আর সেই কাজে সে সফলও হয়েছে। দুর্গাপুজোর সময় বারাসতের আশেপাশে একাধিক বাড়িতে চুরি করেছে মিজানুর। যেখান থেকে যা সোনা পেয়েছে, বাড়ি ফিরে নিজস্ব তুলাযন্ত্রে তা মেপেছে। দুর্গাপুজো থেকে কালীপুজো, উৎসবের মরশুমে একাধিক চুরির অভিযোগ পেয়ে তদন্তে নামে বারাসত জেলা পুলিশ। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য নমুনা পরীক্ষা করে প্রাথমিকভাবে এটা স্পষ্ট হয়, কোনও গ্যাং নয়, একজন একাই চুরি করছে। বাংলাদেশি মিজানুরের পেশাই চুরি করা। একেবারে দিনক্ষণ তিথি দেখে চুরি করতে যেত।

{link}

নিশুত রাত বা ভরদুপুরে নয়, বিকেল থেকে সন্ধে পর্যন্ত ছিল তার ‘অপারেশন’ টাইম। কারণ, রেকিতে সে দেখেছিল, ওই সময়টাতেই বাড়িতে লোকজন থাকেন না। কিন্তু শেষ রক্ষা হয় নি। এখন সে পুলিশের হেফাজতে।

{ads}

news breaking news Bangladesh India West Bengal Kolkata Barasat সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article