header banner

কুমারগঞ্জ স্টেশনের কাছে ট্রেন লক্ষ্য করে পাথরের হামলা, আতঙ্কে বন্দে ভারতের যাত্রীরা

article banner

নিজস্ব সংবাদদাতা: গত পয়লা জানুয়ারি চালু হয়েছে হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। যে উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে রাজ্যে এই বুলেট ট্রেন কে স্বাগত জানানো হয়েছিল, ট্রেনের পরিষেবা পর ছবির সার্বিক পরিবর্তন ঘটেছে। ট্রেন চলছে দ্রুতবেগে কিন্তু বিতর্ক পিছু হটছে না। সোমবার নিউ জলপাইগুড়ি থেকে ট্রেনটি যখন হাওড়া স্টেশনের দিকে আসছিল সেই সময় কুমারগঞ্জ স্টেশনের কাছে কে বা কারা ট্রেনটিকে লক্ষ্য করে পাথর ছোড়ে। পাথর লাগে সি থার্টিন কোচের দরজায়। কাচের দরজায় গর্ত হয়ে যায় এবং কাঁচের দরজাটি ভেঙে যায়। এই ঘটনায় ওই কোচের ভেতরে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনাস্থলে ছুটে আসে এসকট টিমের লোকজন। রাত দশটা কুড়ি নাগাদ হাওড়া স্টেশনে ট্রেনটি পৌঁছালে যাত্রীদের চোখে মুখে আতঙ্কের ছবি দেখা যায়। অন্ধকারে কে বা কারা কি উদ্দেশ্যে পাথর ছুড়লো তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ। কে, কেন, কি উদ্দেশ্যেই বা এহেন পাথর ছোঁড়া হল, তা এখনও স্পষ্ট নয়। তবে এর ফলে যাত্রী সুরক্ষা সহ ট্রেনের পরিষেবার প্রতি যে আরও একটি সমস্যা ও আশঙ্কা দেখা দিল, তা স্পষ্ট। 

{ads}

news Vande Bharat stone Howrah West Bengal সংবাদ

Last Updated :