header banner

পূর্ব মেদিনীপুরে কড়া পুলিশ প্রশাসন, মহিষাদলে লক্ষাধিক টাকার বাজি উদ্ধার, গ্রেফতার ২

article banner

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: পাঁশকুড়া ভয়াবহ বাজী বিস্ফোরণের দুজনের মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসলো পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসন। মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে জেলা পুলিশের নির্দেশে মহিষাদল থানার পুলিশ লক্ষাধিক টাকার বাজি সব বাড়ির মালিক সহ দু'জনকে  গ্রেফতার করে। ধৃত বাড়ী মালিক দোলন ঘোড়াই। তার বাড়ী মহিষাদল থানার চিঙ্গুরমারী গ্রামে। বুধবার অভিযুক্তকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হবে বলে জানাগেছে। বাজি বিক্রির কথা কার্যত স্বীকার করে নিয়েছেন গ্রেফতার দোলন ঘোড়াইয়ের স্ত্রী। 

{link}

সূএের খবর, দীর্ঘদিন ধরে মহিষাদলে অবৈধ ব্যবসা চালাতো দোলন ঘোড়াই সহ বাকীরা। পাঁশকুড়ার ঘটনার পর নড়েচড়ে বসে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে লক্ষাধিক টাকা বাজি সহ বাড়ির মালিক সহ দু'জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। পুলিশের দাবি দীর্ঘদিন ওই বাড়িতে বাজি তৈরি তৈরি করা হতো৷ তারপরে অন্যত্র বিক্রি করে দেওয়া হতো! যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে বাড়ির মালিকের স্ত্রী৷ তিনি বলেন " শব্দবাজি বিক্রি করার জন্য অন্যত্র কিনে বাড়িতে মজুত করে রাখা হয়েছিল"। মহিষাদল থানার পুলিশ আধিকারিক বলেন " গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে লক্ষাধিক টাকা শব্দবাজি উদ্ধার করা হয়েছে৷ দুজনকে গ্রেফতার করা হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে "

{ads}

news East Midnapur Mahishadal Fireworks police arrest সংবাদ

Last Updated :