header banner

Uttar Pradesh : রাম নবমীর আগেই জারি কড়া নিয়ম

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ভারতের ট্রেডিশন হচ্ছে নিজের ইচ্ছা ও রুচি অনুযায়ী খাদ্য গ্রহণ করা। কিন্তু এবার ধৰ্মীয় অনুশাসনের চাপে তা বন্ধ হতে চলেছে উত্তর প্রদেশে। চৈত্র নবরাত্রি ও রাম নবমীর আগেই জারি কড়া নিয়ম। নিষিদ্ধ করা হল মাংস (meat) বিক্রি। রাজ্য জুড়েই বিক্রি করা যাবে না মাংস। এমনটাই নির্দেশ দিলেন উত্তর প্রদেশের (Uttar Pradesh) যোগী আদিত্যনাথ সরকার (Yogi Adityanath)।

{link}

আজ,, রবিবার থেকে শুরু হচ্ছে চৈত্র নবরাত্রি। আগামী ৬ এপ্রিল আবার নবরাত্রি রয়েছে। তার আগেই যোগীরাজ্য মাংস বিক্রি নিয়ে নিয়মেক কড়াকড়ি শুরু হল। রাজ্য সরকারের তরফে সাফ জানিয়ে দেওয়া হল, কোনও ধর্মীয় স্থানের ৫০০ মিটার দূরত্বের মধ্যে মাংসের দোকান খোলা রাখা যাবে না। নবরাত্রির এই নয়দিনই নিয়ম মানতে হবে। স্বাভাবিক কারণেই এই নির্দেশকে গণতন্ত্রের উপর হস্তক্ষেপ বলেই অনেকে মনে করছেন। রাম নবমীর জন্যও বিশেষ নির্দেশ জারি করা হয়েছে। রাজ্যের সমস্ত জায়গাতেই সেদিন মাংস বিক্রি বন্ধ রাখতে হবে। যদি কেউ এই নিয়ম ভঙ্গ করেন, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

{link}

বেআইনি কসাইখানাও বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে যোগী সরকারের তরফে। রাজ্যের গ্রামোন্নয়ন বিভাগের মুখ্যসচিব অমৃত অভিজিৎ জানিয়েছেন যে ইতিমধ্যেই সকল জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ কমিশনারদের বেআইনি কসাইখানা বন্ধ করানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ধর্মীয় স্থানের কাছে অবস্থিত দোকানেও মাংস বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। এই নিয়ম মানা হচ্ছে কি না, তার জন্য জেলাস্তরে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। পুলিশ, স্বাস্থ্য, পরিবহন ও খাদ্য় সুরক্ষা দফতরের আধিকারিকরা নজরদারি চালাবেন।

{ads}

News Breaking News Uttar Pradesh Yogi Adityanath সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article