গতকালের জগন্নাথ সরকারের গাড়ি দুর্ঘটনার প্রতিবাদে রবিবার সকালে শান্তিপুর বাগদিয়া মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ বিজেপি কর্মীদের। জগন্নাথ সরকারের মতোই তাদেরও মতামত এই গাড়ি দুর্ঘটনার পিছনে শাসক দলের চক্রান্ত রয়েছে। তাদের মতে রাজ্য জুড়ে একজন সাংসদকে নিরাপত্তা দিতে পারছে না এই সরকার। এই সরকার এক অপদার্থ সরকার। জগন্নাথ সরকারকে পিষে মারার ষড়যন্ত্র করেছিল তারা। তাই এই খুন করার ষড়যন্ত্রের বিরুদ্ধে ও বাংলার মানুষের নিরাপত্তার দাবীতে রাস্তায় নেমে পথ অবরোধ করেছেন তারা। স্বাভাবিক ভাবেই রাস্তায় থমকে বহু যানবাহন। নিত্য সমস্ত অবরোধের ফলে বাস্তবিক ভাবেই অস্বস্তির সম্মুখীন হতে হচ্ছে সাধারন মানুষকে।
{ads}