header banner

পাঁচ শিক্ষকের বদলির প্রতিবাদে শিয়ালদহ দক্ষিন শাখার গৌড়দহ স্টেশনে অবরোধ পড়ুয়াদের

article banner

সুদেষ্ণা মন্ডল, দক্ষিন ২৪ পরগনা: পাঁচ শিক্ষককে বদলির প্রতিবাদ। শিয়ালদহ দক্ষিণ শাখার গৌড়দহ স্টেশনে রেল অবরোধে শামিল পড়ুয়ারা। ঘটনার জেরে মঙ্গলবার সকালে দীর্ঘক্ষণ ধরে ব্যহত হয় ট্রেন চলাচল। প্রবল সমস্যার সম্মুখীন হন যাত্রীরা। নিজেদের দাবি নিয়ে শতাধিক ছাত্রছাত্রী দীর্ঘক্ষন ধরে ট্রেন অবরোধ করে রেখেছিল। রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি।

{link}
জানা গিয়েছে, বিক্ষোভকারী পড়ুয়ারা ক্যানিংয়ের গৌরদহ নারায়ণপুর অক্ষয় বিদ্যামন্দিরের পড়ুয়া। সম্প্রতি ওই স্কুলের মোট ৫ জন শিক্ষক-শিক্ষিকাকে বদলির সিদ্ধান্ত প্রকাশ্যে আসে। তারপরই ক্ষোভে ফেটে পড়ে পড়ুয়ারা। মঙ্গলবার সকালে স্কুলের পোশাকে বিক্ষোভে শামিল হয় কয়েকশো ছাত্র-ছাত্রীরা। গৌরদহ স্টেশনে রেল অবরোধ করে। তাদের দাবি, একসঙ্গে পাঁচজন শিক্ষক-শিক্ষিকাকে বদলির সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে, নাহলে রেল অবরোধ চলবে। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে স্টেশন চত্বর। গৌরদহ স্টেশন থেকে আপ ও ডাউনে ব্যহত হয় ট্রেন চলাচল। সমস্যায় পড়েন যাত্রীরা।বিক্ষোভকারী ছাত্রীরা বলেন, “আমাদের এলাকায় বেশ কয়েকটি স্কুল রয়েছে। প্রত্যেক স্কুল থেকে একজন শিক্ষককে বদলি করা হলে সমস্যা হত না। কিন্তু এক স্কুল থেকে পাঁচজনকে বদলি করা হলে আমাদের পড়াশোনার ক্ষতি হবে। আমাদের স্কুলে একাদশ ও দ্বাদশে মাত্র ৩ জন শিক্ষিক রয়েছেন।” তাই বিক্ষোভরত পড়ুয়াদের দাবি, অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন তাঁরা। দীর্ঘক্ষন বিক্ষোভ চলার পর তারপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। 
{ads}

news Sealdah Road blockade Students West Bengal সংবাদ

Last Updated :