header banner

Purba Medinipur : কাদম্বিনী হত্যার বিরুদ্ধে, মৌন অনশন ছাত্র-ছাত্রীদের

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : গোটা দেশ জুড়ে এখন একটাই দাবি জাস্টিস ফর আরজি কর (Justice For R G Kar)। আরজি করের ঘটনায় দোষীদের বিচার চেয়ে রাস্তায় নেমেছেন রাজনৈতিক দল থেকে ছাত্র, যুবা মহিলা সহ রাজ্যের নানা স্তরের মানুষ। রাজ্য ছাড়িয়ে এই ইস্যু দেশের বাইরে বিদেশের মাটিতেও আছড়ে পড়েছে। সবাই এর একটাই দাবি, "নির্যাতিতার বিচার চাই" প্রতিবাদ, শান্তি মিছিল দিকে দিকে।

{link}

আরজিকরের কাদম্বিনী হত্যার বিরুদ্ধে একদিকে যেমন সরব হয়েছে গোটা রাজ্যসহ দেশ। তেমনি আজ পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur)পাঁশকুড়ায় (Panskura) অপরাধীদের শাস্তি দেওয়ার দাবি সহ নারীদের নিরাপত্তার (Safety of women) দাবিতে মৌন অনশন করতে পথে নামল ছাত্র-ছাত্রীরা (Students)। কেউ স্কুলে পড়ে কেউবা কলেজে পড়ে,সেই সমস্ত ছাত্র-ছাত্রীরা আজ প্রতিবাদে সামিল হয়ে মৌন অনশনে বসল পাঁশকুড়ায়।

{link}

তাদের দাবি আরজিকরের ঘটনার যে মূল অপরাধী তাদের গ্রেপ্তার করে কঠোরতম শাস্তি দিতে হবে। একদিকে যেমন সারা রাজ্য জুড়ে কাদম্বিনী হত্যাকাণ্ডের মূল দোষীদের কঠোর শাস্তি দাবি নিয়ে সরব হয়েছে গোটা রাজ্য। ঠিক তেমনি প্রতিবাদী ছাত্রছাত্রীরা মৌন অনুষ্ঠানে বসে আরজি করের ঘটনার কাদম্বিনী হত্যার কঠোর শাস্তি দাবি করেন তারা।

{ads}

R G Kar R G kar Incident Supreme Court CBI Sandeep Ghosh Doctor Rape Justice For R G Kar Doctor rape West Bengal CM Mamata Banerjee Politics Politician Purba Medinipur Panskura Safety

Last Updated :