header banner

প্রধান শিক্ষক এর বদলি রুখতে বহরমপুরে হিকামপুর উচ্চ বিদ্যালয়ে স্কুল বন্ধ করে ধর্না পড়ুয়াদের

article banner

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ: বহরমপুরের হিকমপুর উচ্চ বিদ্যালয়, ১৯৬৮ সালে স্থাপিত হওয়া স্কুলের আগাগোড়া ২০১১ সালে প্রধান শিক্ষক হিসেবে এসে বদলে দিয়েছিলেন।বর্তমানে এই স্কুলের পঠন পাঠনের মান ও পরিবেশ বর্তমানে খুবই উন্নত। এর পাশাপাশি এই অঞ্চলের উন্নয়ন ও এই স্কুলের উন্নয়নের পিছনের অন্যতম কারিগর সেই স্কুলের প্রধান শিক্ষক বলেই মনে করছেন এই স্কুলের ছাত্র  অভিভাবক ও গ্রাম বাসিরা। তাদের কথায়  প্রধান শিক্ষক গত চোদ্দ বছর ধরে একভাবে এই স্কুলের পাশাপাশি এই অঞ্চলের বহু সেবামূলক কাজের সাথে এলাকার  উন্নয়ন  ঘটিয়েছেন। একদিকে যেমন স্কুলের চোখ ধাঁধানো পরিবেশ গঠন  করেছেন তেমনি গ্রামের উন্নয়নেও হাত লাগিয়েছেন।

{link}

কিন্তু কয়েকদিন আগেই এসেছে তার বদলীর সংবাদ। আগামি কয়েক দিন এর মধ্যে প্রধান শিক্ষক বদলি হয়ে যাবেন শুনতে পেরে এলাকার মানুষ  অভিভাবক ও ছাত্ররা মর্মাহত ও  হতাশায় ভুগছেন। যে কোন ভাবেই এই শিক্ষক কে যেতে দিতে চাইছেন না তারা। তাই আজ সকাল থেকেই স্কুলের ছাত্র-ছাত্রী ও এলাকা বাসিরা স্কুলের সামনে ধর্নায় বসেছেন ও স্কুল গেটের তালা খুলতে দেওয়া হয়নি। যাতে এই শিক্ষক এই গ্রামের স্কুলে শিক্ষকতা করে যেতে পারেন। তাকে যেন বদলি না করা হয়, তাই চাইছেন সকলে।

{ads}

news Headmaster Hikampur High School West Bengal সংবাদ

Last Updated :