header banner

বিভীষণ ?

article banner

সব জল্পনার অবসান ঘটিয়ে ভোটের আগে বাংলার রাজনীতিতে এক নতুন মোড় নিয়ে এলেন শুভেন্দু অধিকারী। ঘাসের উপর জোড়া ফুলের অন্যতম শক্তিশালী সেনাপতি যোগ দিলেন বিরোধীপক্ষের সেনাবাহিনীতে। 
রামায়নের গল্প অন্তত সবারই জানা আছে, সেই রামায়নেই রাবনের ভাই বিভীষণ রাবনের সৈন্যবাহিনী ছেড়ে যোগ দিয়েছিলেন রামের সৈন্যবাহিনীতে। যার সাহায্যেই কার্যত যুদ্ধে জয়লাভ করে রাম এবং হয়ত বিভীষণ না থাকলে রাম রাবনকে বধ করতেও সক্ষম হতেন না। বাংলার দুই রাজনৈতিক দলের সৈন্যবাহিনীরও আজ বর্তমানে এই পরিস্থিতি। ঘাসফুলের সৈন্যবাহিনীর অন্যতম সেনাপতি তার সাথে তার সৈন্য নিয়ে যোগ দিলেন পদ্মফুলের সৈন্যবাহিনীতে। হয়ত সে যুগের বিভীষন যেমন তার দাদার সমস্ত দুর্বলতা জানতেন, সেভাবেই হয়ত শুভেন্দুও তার দলের বহু দুর্বলতা সম্নন্ধে অবগত। রামায়নের মতোই কী তবে এখানেও এ যুগের বিভীষণের হাত ধরে জয় লাভ করতে চলেছে পদ্মফুল? 
ভারতবর্ষের প্রথম সারির মাড়োয়ার ব্যাবসায়ীরা, তারা বলেন গাড়ীর ড্রাইভার এবং বাড়ির চাকরকে কখনও ছাড়তে নেই। কারন এরা দুজনেই বাড়ির ভিতরের সমস্ত খবর জানেন। তাই এরা বাইরে বের হয়ে গেলেই বাইরে চলে যাবে ঘরের সমস্ত খবর। সেক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে ঘাসফুলের ঘরের এইরূপ দুই সদস্যই ঘর ছেড়ে প্রবেশ করেছে অন্য ঘরে। কয়েক বছর আগে গিয়েছিলেন মুকুল রায় আর আজ শুভেন্দু অধিকারী। সবশেষে সেই বহু পরিচিত বাক্যই আবারও তার যাথার্থতা প্রমান করে দেখালো আরো একবার, “রাজনীতি বোঝা বড়ো দায়”
{ads}

Subhendu Adhikari Amit Shah Dilip Ghosh TMC BJP Politics West Bengal Election India

Last Updated :