header banner

হাওড়ায় শুভেন্দু অধিকারীর পোস্টারে লেখা 'চোর'

article banner

কালি মাখিয়ে চোর লিখে দেওয়া হল শুভেন্দুর পোস্টারে। হাওড়ার ইছাপুর এলাকার ঘটনা। বিজেপিতে যোগদান করার পর চিত্ত যেথা ভয়শুন্য উচ্চ যেথা শির সহ দক্ষ প্রশাসক, দক্ষ সংগঠক, সৎ উদার ও নির্ভিক জননেতা বঙ্গের বন্ধু শুভেন্দু অধিকারী কে অভিনন্দন লিখে একটি পোস্টার লাগানো হয় ইছাপুর শিয়ালডাঙার চারমাথার মাঝখানে। পোস্টারের তলায় আমরা দাদার অনুগামী লেখা আছে। সেই পোস্টারের উপরে কেউ বা কারা এই কাজ করেছে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ এই কাজ তৃনমূলই করেছে। এই প্রসঙ্গে বিজেপির হাওড়া জেলা সভাপতি সুরজিৎ সাহা বলেন, “এটা আয়নায় দেখলে যেরম লাগবে সেইকমই, একচুয়ালি তৃণমূলের মুখেই কালি লেগেছে। ভারতীয় জনতা পার্টিতে শুভেন্দুর মতন একজন কার্যকর্তাকে তারা ধরে রাখতে পারেনি তাই তাদের মুখেই কালি লেগছে” এখনও পর্যন্ত এই কাজ কে বা কারা করেছে সে বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি। 

{ads} 

Subhendu Adhikari Howrah Politics Election BJP TMC West Bengal India

Last Updated :