header banner

আজ ঘরের মাঠে সভা শুভেন্দুর

article banner

দলবদলের পরে আজই প্রথম পূর্ব মেদনীপুরের ঘরের মাঠে কাঁথিতে জনসভা করছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। গতকাল কাঁথিতে জনসভা করেছে তৃনমূল কংগ্রেস আর আজ তার পাল্টা সভা বিজেপির। আজকের যাকে বলে শুভেন্দুর কাছে প্রেস্টিজ ফাইট। গতকালের তৃনমূলের সভায় আসা লোকসংখ্যার থেকে আজকের সভায় লোকসংখ্যা বাড়ানোই বিজেপির একমাত্র লক্ষ্য। সকাল থেকেই চরম উতসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে বিজেপিএ কর্মীরা আসছেন সভাস্থলের দিকে। বিশাল মিছিল করে সভাস্থলের দিকে পৌছলেন শুভেন্দু অধিকারী, মিছিলেই জনগনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সঙ্গে ছিলেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ, শঙ্কুদেব পান্ডা ও আরো অনেক বিজেপি নেতৃত্ব। গতকালের তৃনমূলের সভাকে ধারে ও ভারে তৃণমূলের সভাবে কতোটা টেক্কা দিতে পারেন শুভেন্দু সেটাই এখন দেখার। যুব বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা বলেন ২১শে জুলাইকে সামনে রেখেই মমতা বন্ধোপাধ্যায়ের উত্থান আর ২১ সালেই হবে পতন। 

 

Subhendu Adhikari Mednapur Contai BJP TMC Politics Election West Bengal India

Last Updated : 4 years ago