header banner

শিবপুরের অশান্তির ইস্যুতে হাওড়ায় শুভেন্দু অধিকারী, সিপি অফিসে জমা দিলেন সিডি

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: রাম নবমীর মিছিলকে ঘিরে হাওড়ার শিবপুরে উত্তপ্ত পরিস্থিতির কারনে হাওড়ায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কাজীপাড়ায় অশান্তির ঘটনায় আজ প্রথমে হাওড়ায় দলের সদর কার্য্যালয়ে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এখান থেকে তিনি গতকালের ঘটনায় আহতদের দেখতে যান জেলা হাসপাতালে। এবং সেখান থেকে সিপি অফিসে যান তিনি।

{link}
উল্লেখযোগ্য বিষয় সেখানে তাঁকে প্রথমে বাধা দেওয়া হয়। যদিও পরে সিপি অফিসে ঢোকার অনুমতি পেয়ে যান তিনি। সেখানে বৃহস্পতিবারের ঘটনার একটি সিডি জমা দেন তিনি কমিশনারেট অফিসে। এদিন হাওড়ায় এসে NIA তদন্তের দাবি তোলেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি, কাজিপাড়া পিএম বস্তি এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দাবি জানিয়েছেন তিনি। প্রয়োজনে সেনা নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হোক। এমনও দাবি তুলেছেন তিনি। তিনি বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ্যপালকেও মেল করে ঘটনার কথা জানিয়েছেন তিনি।
{ads}

news Howrah Suvendu Adhikari West Bengal সংবাদ

Last Updated :