শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : উত্তাল বাংলাদেশ (Bangladesh)। তীব্র প্রতিবাদে পথে রাজ্য বিজেপি। ইতিমধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু (Suvendu Adhikari) সোমবার থেকে পেট্রাপোল (Petrapole) সীমান্ত বন্ধের ডাক দিয়েছে। পরিস্থিতিতে ভারতে বাংলাদেশিদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবি তুলল বিজেপি। বুধবার বিকেলে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দপ্তরে গিয়ে শুভেন্দু অধিকারীরা দাবি জানালেন, ভিসা সম্পূর্ণ বন্ধ করতে হবে। সীমান্ত বাণিজ্যেও অনুমোদন বাতিল করা হোক।
{link}
শুভেন্দুর মন্তব্য, ''মেডিক্যাল ভিসাও বন্ধ করতে হবে। ওঁরা চিকিৎসা নিতে করাচি, লাহোর যান, এখানে আসবেন না।'' শুভেন্দুর শরীরী ভাষায় ছিল প্রবল উত্তেজনা। তিনি স্পষ্ট বলেন, বাংলাদেশ এখন পাকিস্তানী উগ্রপন্থীদের হাতে চলে গেছে। আমরা জানি, বাংলাদেশের বেশিরভাগ মানুষ বেশি অসুস্থ হলে চিকিৎসার জন্য আসেন কলকাতায় (Kolkata)। আর এই নিয়েই দাবি জানালেন শুভেন্দু। কলকাতার বিভিন্ন সরকারি, বেসরকারি হাসপাতালে উন্নতমানে চিকিৎসা নিতে প্রায় সারাবছর ধরেই এখানে আসেন বাংলাদেশিরা।
{link}
করোনাকালে সীমান্ত বন্ধের ফলে ভিসা না দেওয়া হলেও মেডিক্যাল ভিসা কখনও বন্ধ হয়নি। কিন্তু হাসিনা পরবর্তী বাংলাদেশের অরাজক পরিস্থিতি, হিন্দু নির্যাতনের ঘটনায় এবার সেই ভিসা বাতিলের দাবি তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চিন্ময় প্রভুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা ও তৎপরবর্তী উত্তেজনাকর পরিবেশ নিয়ে বুধবার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে যান বিজেপির ৮ প্রতিনিধি। ডেপুটি হাই কমিশনারের কাছে তাঁরা দাবি করেন, অবিলম্বে ভিসা বন্ধ করা হোক। সীমান্ত আমদানি-রপ্তানির অনুমোদনও বাতিল হোক। এই মুহূর্তে বল কিন্তু বাংলাদেশ সরকারের কোর্টে। দেখা যাক তারা কোন সিদ্ধান্তে উপনীত হয়।
{ads}