header banner

ভাগীরথী নদীতে হঠাৎ কুমিরের দেখা, নদীয়ার ফুলিয়ায় আতঙ্কে মাছ ধরা বন্ধ মৎসজীবীদের

article banner

নিজস্ব সংবাদদাতা, নদীয়া: ফের কুমিরের আতঙ্ক ভাগীরথী নদীতে। মৎস্যজীবীদের নজরে এসেছে একটি বিরাট আকারের কুমির। নদীয়ার শান্তিপুর ফুলিয়া মালিপোতা ঘাট সংলগ্ন এলাকায় যা নিয়ে রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে। সূত্রের খবর, মৎস্যজীবীরা মাছ ধরতে গেলে হঠাৎই দেখতে পান কুমির। কুমির দেখে ভয় ও আতঙ্কে জাল ফেলেই পালিয়ে আসেন মৎস্যজীবীরা।

{link}

মৎস্যজীবী সূত্রে খবর বৃহস্পতিবার সকালে মৎস্যজীবীরা মাছ ধরার জন্য জাল ফেলতে গিয়েছিলেন ভাগীরথী নদীতে, তখনই তাদের নজরে আসে কুমির। যার ফলে আতঙ্কে অনেকেই আর যায়নি মাছ ধরতে। মৎস্যজীবীদের দাবি গত বছর এই সময়ে ভাগীরথীর পার্শ্ববর্তী এলাকাতে দেখা গিয়েছে কুমির। ফের এদিন কুমীর নজরে আশায় আতঙ্কে রয়েছেন মৎস্যজীবীরা। তবে এই ঘটনায় খবর দেওয়া হয়েছে বনদপ্তরকে। আজ সকাল থেকেও কুমিরের আতঙ্কেই ভাগীরথীতে মাছ ধরা বন্ধ রেখেছে মৎস্যজীবীরা। বর্তমানে কার্যত কুমির আতঙ্কে কাবু নদীয়ার একটি নদী তীরবর্তি জনবসতিপূর্ণ গ্রাম। 

{ads}

news Bhagirathi River Crocodile West Bengal সংবাদ

Last Updated :