header banner

যুব সমাজের কাছে জীবন এতো মূল্যহীন কেন?

article banner

বৃহস্পতিবার দুপুরে হঠাতই হাওড়ার বঙ্কিম সেতু থেকে ঝাঁপ এক স্কুলপড়ুয়া তরুণীর। হাওড়া স্টেশনের ১৫ নম্বর প্ল্যাটফর্মের রেল লাইনের উপর পড়ে সে। স্কুল ছাত্রীর নাম ডলি কুমারী। ডানকুনির মেথোডিস্ট স্কুলের ছাত্রী মেয়েটি। ওই ব্রিজে কর্মরত এক পুলিশ কর্মী জানিয়েছেন মেয়েটি এসে ব্রিজের উপর দাঁড়ায় এবং হঠাতই রেলিঙের উপর উঠে দাঁড়িয়ে পড়ে। তখনই সে এবং একজন কাছেই থাকা ওলা ড্রাইভার ছুটে গেলেও তারা পৌছনের আগেই সে ঝাঁপ দিয়ে দেয়। ছাত্রিটিকে তৎক্ষণাৎ কাছের একটি হাসপাতালে নিয়ে গিয়ে ভরতি করা হয়। এখন সে স্থিতিশীল অবস্থায় আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।


প্রথমে এই কয়েকদিন আগেই দ্বিতীয় হুগলী সেতু থেকে ঝাঁপ দিয়েছিলেন দুজন যাদের মধ্যে একজন প্রান ও হারায়। তারা যদিও ঝাঁপ দিয়েছিলেন নেহাত বিনোদনের কারনে। তার পরে আবার আজ হাওড়ারই অন্য এক ব্রিজ থেকে ঝাঁপ এই তরুনীর। ক্রমাগত বাড়তে থাকা দিনের সাথে জীবনের প্রতি প্রবল অবহেলা ও উদাসীনতা দেখা দিচ্ছে যুবক যুবতীদের মধ্যে। তারা জীবনের ব্যাপারে এতো উদাসীন কেন? প্রশ্ন দেখা দিচ্ছে মানুষের মনে। জীবন কি এতোটাই মূল্যহীন এই যুব সমাজের কাছে?

 

{ads}
 

Suicide Attempt Suicide Bankim Setu Howrah Station Recovery Breaking News News Howrah West Bengal India

Last Updated :