header banner

Howrah : বাড়িতে আগুন লাগিয়ে আত্মঘাতী

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : গভীর রাতে আগুন লেগেছিল লিলুয়া থানার অন্তর্গত একটি বাড়িতে। বিস্ফোরণের শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে এসে দেখেন, বাড়িটি দাউ-দাউ করে জ্বলছে। তার পাশেই একটি গাছ থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছেন এক ব্যক্তি। বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে লিলুয়া থানার (Liluah Police Station) অন্তর্গত তাঁতিপাড়ায়।

{link}

এই দৃশ্য দেখে পাড়া-প্রতিবেশী ও স্থানীয় লোকজনই পাশের জলাশয় থেকে বালতিতে জল নিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে দমকলের দু'টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে, মৃতদেহটিকে নামিয়ে হাওড়া জেলা হাসপাতালে পাঠায়। মৃতের নাম অরুণ রায়। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, বুধবার একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে মৃত অরুণের স্ত্রী ও সন্তান ঠাকুরনগরে গিয়েছিলেন।

{link}

বাড়িতে একাই ছিলেন ওই ব্যক্তি। তদন্তকারী সূত্রের খবর, অরুণের সঙ্গে তার স্ত্রীর বনিবনা ঠিক ছিল না। তারা একই বাড়িতে আলাদা থাকতেন। তাই প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সম্ভবত সাংসারিক অশান্তির জেরে গ্যাস সিলিন্ডার খুলে বাড়িতে আগুন লাগিয়ে আত্মঘাতী হয়েছেন অরুণবাবু।

{ads}

News Breaking News Suicide Liluah Police Station সংবাদ

Last Updated :