header banner

Sukanta Majumdar : ছাব্বিশে মমতা উৎখাতের ডাক দিলেন সুকান্ত

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর প্রশ্ন ও উত্তরে উত্তপ্ত হয়ে উঠেছিল বাংলা। উত্তরবঙ্গে প্রধানমন্ত্রীর মঞ্চ থেকেই তীব্র ভাষায় তৃণমূলকে আক্রমন করেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। সুকান্ত বলেন, “মা-বোনের মাথার সিঁদুর পাকিস্তান মিটিয়েছিল। তার বদলা নিয়েছেন নরেন্দ্র মোদী (Modi)। আমার সামনে হাজার হাজার সংখ্যায় বিজেপি কর্মকর্তারা আগামী দিনে অপারেশন সিঁদুরের মতো মোদীজির সৈনিক হয়ে ‘অপারেশন পশ্চিমবঙ্গ’ করে তৃণমূলকে উৎখাতকে বঙ্গোপসাগরের জলে ফেলবে।"

{link}


সুকান্ত এদিন মুর্শিদাবাদের অশান্তির কথাও তুলে ধরেন। তাঁর দাবি, বেছে-বেছে হিন্দুদের ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। ঠিক কাশ্মীরে যেমন বেছে-বেছে হিন্দু নিধন করেছিল জঙ্গিরা। মুর্শিদাবাদের ঘটনা ও কাশ্মীরকে মিলিয়ে তিনি বলেন, “কয়েকদিন আগে মুর্শিদাবাদে গিয়ে দেখছি বাড়ি জ্বালিয়ে দিয়েছে। এদের দোষ মাথায় সিঁদুর আর গলায় তুলসীর মালা পড়ে।

{link}

তাই এখন কাশ্মীর আর মুর্শিদাবাদ এক হয়ে গিয়েছে। ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উৎখাত করতে হবে।” উল্লেখ্য, সামনের বছরের নির্বাচন। তার আগে যে বিজেপি তৈরি হতে শুরু করেছে এদিনের প্রধানমন্ত্রীর সভা সেদিকেই ইঙ্গিত করছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

{ads}

News Breaking News Sukanta Majumdar সংবাদ

Last Updated :

Related Article

Latest Article