নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: লক্ষ্মীপূজার দিনে পূর্ব মেদিনীপুর জেলার অধিকারী বাড়ি 'শান্তিকুঞ্জ' তে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রবিবার ছিল লক্ষীপুজো, সেই দিনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ীতে এসে রাজ্য সরকার ও তৃনমূল নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অধিকারী বাড়ী ' শান্তিকুঞ্জ ' আসার পথে পূর্ব মেদিনীপুর একাধিক জায়গায় রাস্তার উপর গাড়ি দাঁড় করিয়ে ফুলের স্তবক দিয়ে তাকে সম্বর্ধনা দেওয়া হয়। রবিবার বিকাল ৫.৫০ মিনিট নাগাদ লক্ষী পুজোর দিনে কাঁথির শান্তিকুঞ্জ অর্থাৎ শুভেন্দু অধিকারীর বাড়িতে সৌজন্যমূলক সাক্ষাৎকারে আসেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
{link}
সৌজন্য সাক্ষাতের পরেই রবিবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল নেতাদের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন তিনি। ইতিমধ্যে গরু পাচার কাণ্ডে চার্জশিট জমা পড়েছে। যেখানে হাওলার মাধ্যমে বাংলাদেশ থেকে টাকা একাধিক নেতা মন্ত্রীর কাছে পৌঁছে যেতে বলে উল্লেখ করা রয়েছে। সেই ঘটনায় মুখ খুললেন সুকান্ত। সুকান্তর দাবি, "শুধু হাওলা নয়। তদন্ত হলে ভবিষ্যতে বাংলাদেশের কোন জঙ্গি গোষ্ঠীর সাথে যদি লিংক পাওয়া যায় তাহলে আমি খুব একটা আশ্চর্য হব না। কারণ এরা সকলে মিলে চক্রান্ত করছে পশ্চিমবঙ্গকে বৃহত্তর বাংলাদেশ বানানোর জন্য। জেনে শুনে হোক বা না জেনে হোক তৃণমূল কংগ্রেসের নেতারা এই সমস্ত জঙ্গিগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে সাহায্য করছে। নিজেদের ব্যাংক- ব্যালেন্স বাড়ানোর জন্য। আজকে শুধু হাওলা যোগ পাওয়া গেছে। আগামী দিনে হয়তো জঙ্গিগোষ্ঠী গুলির সাথে আর্থিক যোগ পাওয়া যেতে পারে।"
{link}
শান্তিকুঞ্জে যাওয়া নিয়ে সুকান্ত বলেন "এটা সৌজন্যমূলক সাক্ষাৎ। আমি অনেকদিন ধরেই বলেছিলাম ওনাদের বাড়ি যাবো। বিশেষ করে শিশির অধিকারির মতো ব্যক্তিত্ব যে বাড়িতে থাকেন, যাদের হাত ধরে বাংলা কম্যুনিস্ট শাসন উৎখাত করা সম্ভব হয়েছিল তাদের মধ্যে শিশির অধিকারী একজন। স্বাভাবিকভাবে তার মত ব্যক্তিত্বের সাথে সাক্ষাৎ সেটা আমার জন্য সৌভাগ্যের।" শুভেন্দুর ভাই সৌমেন্দুকে কাঁথি থানায় জিজ্ঞাসাবাদ নিয়ে সুকান্তের স্পষ্ট বক্তব্য, "আমি তার সাথে কথা বলবো। কি সমস্যা হচ্ছে জানবো। আমি এর আগেও ফোনে কথা বলেছি সৌমেন্দুবাবুর সাথে। তিনি জানিয়েছেন তাকে ১০ ঘণ্টা জেরা করা হয়েছে। যেটা আদালত অবমাননার শামিল। আগামী দিনে এর বিরুদ্ধে আদালতেও লড়বো এবং রাস্তাতেও লড়বো।" শনিবার রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল নিয়ে সুকান্তর মন্তব্য, "মানুষের মৃত্যুর ওপর যদি কার্নিভ্যাল হয় এবং সেখানে যদি ফিরহাদবাবু সাড়া পান তাহলে সেই ছাড়া ফিরহাদ বাবুর জন্য মোবারক হোক। আমাদের জন্য নয়।" যার ফলে সৌজন্যমুলক সাক্ষাতের মাঝেও যে রাজনৈতিক দ্বন্দ্বের আঁচ রয়েছে, তা স্পষ্ট।
{ads}