header banner

Hooghly: শীতেও জলমগ্ন সুকান্তনগর! বছরের পর বছর জলযন্ত্রণায় অতিষ্ঠ এলাকাবাসী

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: হুগলির কোদালিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সুকান্তনগর এলাকায় জলযন্ত্রণা যেন নিত্যদিনের সঙ্গী। শীতকালেও যখন চারদিকে শুকনো আবহাওয়া, তখনও এই এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে ফুটবল খেলার মাঠ পর্যন্ত সর্বত্র থৈ থৈ জল। বিগত তিন-চার বছর ধরে একই সমস্যার মুখোমুখি হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বর্ষার সময় তো পরিস্থিতি আরও ভয়াবহ হয়, হাঁটু-সমান জল জমে এলাকায় চলাফেরা দুঃস্বাধ্য হয়ে পড়ে।

অভিযোগ, পঞ্চায়েত প্রধান ও বিধায়ককে বহুবার জানিয়েও কোনও স্থায়ী সমাধান মেলেনি। অবশেষে ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসীরা পঞ্চায়েত সদস্য তাপস বিশ্বাসের বাড়ি ঘেরাও করেন। দীর্ঘদিনের দুর্ভোগ নিয়ে তারা জানিয়েছেন— রাস্তাঘাটের বেহাল দশা, ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়া এবং স্থায়ী জলজটের কারণে সাধারণ জীবনযাত্রা বিপর্যস্ত। এই বিষয়ে পঞ্চায়েতের উপ-প্রধান দেবাশীষ চ্যাটার্জী বলেন, “১০০ দিনের কাজের টাকা বন্ধ থাকায় কিছু সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। তবুও পঞ্চায়েত যতটা পারে নিজেদের ফান্ড থেকে কাজ করার চেষ্টা করছে। সাধারণ মানুষকেও কিছুটা সচেতন হওয়া দরকার।”

{link}

কিন্তু সুকান্তনগরবাসীর বক্তব্য, “সচেতনতা নয়, এখানে প্রয়োজন সঠিক পরিকল্পনা ও পরিকাঠামো। সারা বছর জলমগ্ন থাকায় রাস্তায় বের হওয়া দুষ্কর। ফুটবল মাঠটিও বছরের অধিকাংশ সময় জলের নীচে ডুবে থাকে। বর্ষাকাল হোক বা শীত— জলের সমস্যা একটুও কমে না।” দীর্ঘদিনের অমীমাংসিত জলযন্ত্রণা থেকে রেহাই পেতে প্রশাসনের সক্রিয় হস্তক্ষেপই এখন স্থানীয় মানুষের একমাত্র দাবি।

{ads}

Hooghly News Bengali News West Bengal Water Logging Drainage System News Today West Bengal News সংবাদ হুগলী নিকাশি ব্যবস্থাপনা

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article