header banner

Sundarbans : স্কুলের পোশাক বানিয়ে রোজগার সুন্দরবনের মেয়েদের

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : এবার সুন্দরবনের (Sundarbans) দ্বীপাঞ্চলের মহিলাদের স্বনির্ভর করতে দেওয়া হচ্ছে সেলাইয়ের প্রশিক্ষণ। ইতিমধ্যেই পাথরপ্রতিমার (Pathar Pratima) লক্ষীনারায়ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির পক্ষ থেকে শতাধিক মহিলাকে এই প্রশিক্ষণ দিয়ে কাজ করানো হচ্ছে। এই সমস্ত মহিলারা স্কুলের পোশাক তৈরি করছে। এছাড়াও একাধিক পোশাক তৈরির কাজের সঙ্গে যুক্ত হয়েছেন।

{link}

যার ফলে প্রত্যন্ত এলাকার মহিলারাও প্রতিমাসে ৮ থেকে ১০ হাজার টাকা রোজগার করে সংসার চালানোর পাশাপাশি নিজেদের হাতখরচের টাকাও পাচ্ছেন। এই নিয়ে অনুরাধা সামন্ত নামের এক কারিগর জানিয়েছেন, “পড়াশোনা করার পাশাপাশি এই কাজ করছেন তিনি। ফলে হাতে টাকা থাকছে। পরিবারেও টাকা দিতে পারছেন ফলে খুব উপকার হচ্ছে।”

{link}

সম্পূর্ণ বিনামূল্যে মহিলাদের এই সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সপ্তাহের প্রতি শনিবার ও রবিবার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ছয় মাস ধরে প্রশিক্ষণ দেওয়ার পর এখান থেকেই কাজ দেওয়া হচ্ছে। এলাকার পিছিয়ে পড়া মহিলাদের এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যে কেউ এখানে এসে প্রশিক্ষণ নিতে পারবেন। এ নিয়ে প্রভাবতী প্রধান নামের এক মহিলা জানিয়েছেন, এখানে তার মত অনেক মেয়ে আছে। ফলে সময় কেটে যাচ্ছে‌। অসুবিধা হচ্ছে না। ফলে খুবই ভাল লাগছে।

{ads}

 

News Breaking News Sundarbans Pathar Pratima সংবাদ

Last Updated :