header banner

হিঞ্জলগঞ্জে নদী বাঁধে ফাটল, ভরা কোটালে বিপর্যয়ের আশঙ্কা

article banner

নিজস্ব সংবাদদাতা, দক্ষিন ২৪ পরগনাঃ দক্ষিণবঙ্গের উপকূলে ফের প্রাকৃতিক বিপর্যয়ের ঘনঘটা। বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া গভীর নিম্নচাপ ও ভরা কোটালের জোড়া ফলায় আতঙ্কে সুন্দরবন। ইতিমধ্যেই সুন্দরবনের রায়মঙ্গল ও কালিন্দী নদীর বাঁধে একাধিক জায়গায় ফাটল দেখা দিয়েছে। উত্তর ২৪ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের পাশ দিয়ে বয়ে গিয়েছে রায়মঙ্গল ও কালিন্দী নদী। আর সেই নদী বাঁধেরই একাধিক জায়গায় ফাটল দেখা দিয়েছে। একদিকে গভীর নিম্নচাপ, সঙ্গে ভরা কোটাল, পাশাপাশি নদী বাঁধে ফাটল, ফলে আতঙ্কে সুন্দরবনের মানুষ। হিঙ্গলগঞ্জ ব্লক প্রশাসন ও সেচ দফতরের পক্ষ থেকে নদী বাঁধ মেরামতের কাজ শুরু করার আশ্বাস দেওয়া হয়েছে। তবে এই আশ্বাসের পরেও আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। কারণ, নদী বাঁধের এই ফাটল যদি আরও চওড়া হয়, তাহলে যে কোনও সময় বড়সড় বিপর্যয়ের মুখে পড়তে পারেন কয়েক হাজার প্রান্তিক মানুষ। 

{link}
ইতিমধ্যেই স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে প্লাস্টিক, মাটির বস্তা, বাঁশ, শাল, বল্লা দিয়ে বাঁধের ফাটল মেরামত করার চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু, নদীর জলস্থর যদি বাড়তে শুরু করে তাহলে বড়সড় বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।
এ প্রসঙ্গে বসিরহাটের সেচ দফতরের আধিকারিক রানা চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘আমরা ব্লক প্রশাসন ও গ্রাম পঞ্চায়েতকে নির্দেশ দিয়েছি, তারা যাতে বাঁধের ফাটল মেরামতের কাজ দ্রুত শুরু করে। এছাড়াও বসিরহাটের সুন্দরবন ব্লকগুলির মধ্যে সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ,হাসনাবাদ, হাড়োয়া ও মিনাখাঁ, এই পাঁচটি ব্লকের ট্রানজিট পয়েন্ট করা হয়েছে বাঁধ মেরামতি করার জন্য। সামগ্রিক পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে। পাশাপাশি আমরাও নদী বাঁধের উপর নজর রেখেছি।’    

{ads}

News Sundarban Kalindi river South 24 Pargana West Bengal India সংবাদ দক্ষিন ২৪ পরগনা সুন্দরবন

Last Updated :