header banner

বছরের শুরুতেই সুন্দরবনে ব্যাঘ্রদর্শন লাভ একদল পর্যটকের

article banner

নতুন বছরে প্রতিবারই বিপুল সংখ্যক পর্যটকের আগমন ঘটে সুন্দরবনে। ঘুরতে থাকা পর্যটকদের মূল উদ্দেশ্য থাকে নদীর বুক দিয়ে সাঁতার কাটতে থাকা কিংবা বনের মধ্যে দিয়ে দিব্যি দাপটের সঙ্গে হাঁটতে থাকা ব্যাঘ্রের দর্শন লাভ করা। কিন্তু সেই সৌভাগ্য খুবই কম পর্যটকের হয়ে থাকে, অধিকাংশ পর্যটকই তার দেখা না পেয়ে নিরাশ হয়েই ফিরে আসেন। কিন্তু নতুন বছরের শুরুতেই বাঘ মামা নিরাশ করলেন না পর্যটকদের। সুন্দরবনের পীর খালির জঙ্গলে ভ্রমনের সময় কলকাতা থেকে আগত একদল পর্যটক দর্শন লাভ করল বাঘের। জলের মধ্যে দিয়ে দিব্যি নিজের খেয়ালে হেঁটে চলেছেন তিনি। যদিও নিমেশের মধ্যেই জল থেকে উঠে বনের মধ্যে মিলিয়ে গেলেন মহারাজ। যদিও ওইটুকু সময়েই তাকে দেখতে পেয়ে, বুকের ভিতরটা এখনও কাঁপছে বলে মন্তব্য করেছেন এক পর্যটক। একবারে হীরক রাজার দেশের “পায়ে পড়ি বাঘ মাম, করে দিও মোরে ক্ষমা, তুমি যে এখানে কে তা জানত”-র মতো অভিজ্ঞতা। যদিও এখানে গান শুনে বাঘ মামা চুপ করে বসে থাকতেন বলে তো মনে হয়না।  

{ads}

Sundarbans Royal Bengal Tiger Tourist Spot Tourism Tourists New Years Eve Bay of Bengal West Bengal India

Last Updated :