নিজস্ব সংবাদদাতা, হুগলী: ধর্ষণে বাধা দেওয়াতেই নাবালিকাকে খুন, জাঙ্গিপাড়া সাংবাদিক বৈঠক করে জানালেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার আমানদ্বীপ। দশমীর রাতে ঠাকুর দেখতে বেরিয়ে নিখোঁজ হয় জাঙ্গিপাড়ার শ্রীহট্টো এলাকার বছর বারোর এক নাবালিকা। ৭ তারিখ জাঙ্গিপাড়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। তিন দিন নিখোঁজ থাকার পর বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে ঝিলের মধ্যে তার মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পাশেই পুরুষের একজোড়া জুতো পড়ে থাকাকে কেন্দ্র করে রহস্য আরো ঘনীভূত হয়। কিশোরীর পরিবার অভিযোগ করে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। ঘটনা তদন্তে নামে পুলিশ। অবশেষে নাবালিকা খুনে চার জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের আজ ভোরে হরিপাল থেকে গ্রেফতার করা হয়।
{link}
পুলিশ জানিয়েছে, নাবালিকার সাথে এক নাবালকের প্রেমের সম্পর্ক ছিল। দশমীর রাতে বাঁশ বাগানের মধ্যে ধর্ষণ করার চেষ্টা করলে মেয়েটি বাধা দেয়। সেই সময়ই নাবালকের তিন বন্ধু বাঁশ বাগানের মধ্যে আসে। ধর্ষণে বাধা দিলেই তখনই তাকে জোর করে ঝিলের জলে ফেলে দেয়। ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণের কোনো উল্লেখ নেই । গোপনাঙ্গেও কোন আঘাতের চিহ্ন নেই । শরীরে অন্য কোথাও কোনো আঘাতের চিহ্ন ছিলনা শুধুমাত্র পায়ে একটি আঘাতের চিহ্ন ছিল । যে চার যুবককে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে তিনজন নাবালক। নাবালিকার এক আত্মীয়র সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল নাবালকের। এই ঘটনা এখনো পর্যন্ত সাইকেল উদ্ধার হয়নি সেটির তদন্ত করা হচ্ছে।
{ads}