header banner

AIIMS: আবার নিয়োগে দুর্নীতি নিয়ে সোচ্চার আইএসএফ কর্মী সমর্থকরা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : মোটা টাকা নিয়ে চলছে নিয়োগ, স্থানীয়দের নিয়োগ না করলে দফায় দফায় আন্দোলন চলতে থাকবে। কড়া হুঁশিয়ারি দিয়ে এবার নদীয়ার (Nadia) কল্যাণীর AIIMS হাসপাতালের সামনে অবস্থান-বিক্ষোভে বসলো আইএসএফ কর্মীরা। সম্প্রতি বেশ কয়েক মাস ধরেই নদীয়ার এইমস হাসপাতলে বেআইনিভাবে নিয়োগ নিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল, রানাঘাট (Ranaghat) লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার কে।

{link}

তবে বিজেপি কর্মী সমর্থকরা নিয়োগ নিয়ে সরব হয়েছিলেন। সাংসদ জগন্নাথ সরকারকে একাধিক দুর্নীতির কথা তুলে ধরেন বিজেপি কর্মীরাই। এবার সেই রেস কাটতে না কাটতে আবার নিয়োগে দুর্নীতি নিয়ে সোচ্চার হল আইএসএফ কর্মী সমর্থকরা। তাদের দাবি, স্থানীয়দের অবিলম্বে নিয়োগ করতে হবে, মোটা টাকা নিয়ে চলছে বেআইনিভাবে নিয়োগ। একটি কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য বিভাগে কেন অনিয়ম চলবে, আমরা তার তীব্র ধিক্কার জানাচ্ছি।

{link}

আগামী দিনে নিয়োগ প্রক্রিয়া যদি স্বচ্ছ ভাবে না হয় তাহলে আইএসএফ কর্মী সমর্থকরা আরো বৃহত্তর আন্দোলনে নামবে। মঙ্গলবার আইএসএস কর্মীদের এই বিক্ষোভ চলাকালীন ঘটনাস্থলে যায় কল্যানী থানার বিশাল পুলিশ বাহিনী। এরপর বিক্ষোভকারীদের সাথে কথা বলে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করে তারা। এখন দেখার কত তাড়াতাড়ি কল্যাণীর কেন্দ্রীয় স্বাস্থ্য বিভাগ AIIMS হাসপাতলে  স্বচ্ছতার সাথে নিয়োগ হয়, নাকি বেনিয়ম ভাবে চলবে নিয়োগ।

{ads}

News Breaking News AIIMS Ranaghat ISF Politics Politician সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article