header banner

কৃত্রিম জলাশয়েই মিলবে পূণ্যার্থী

কলকাতা হাইকোর্ট এবং জাতীয় পরিবেশ আদালতের রায়ে দেশের শীর্ষ আদালত পাকাপাকি ভাবে শীলমোহর লাগিয়ে এবারের মতো রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবারে ছট পূজায় নিষেধাজ্ঞা জারি করল। পরিবেশ সুরক্ষা এবং করোনার সংক্রমণ যাতে না ছড়ায় সেই দিকে খেয়াল রেখেই কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির আপিল খারিজ করল সুপ্রিম কোর্ট। {ads}
এদিন সকাল থেকেই রবীন্দ্র সরোবরকে পুরোপুরি ভাবে পুলিশ দিয়ে ঘিরে ফেলা হয়েছে এবং সরোবরের চারিদিকে বাঁশ ও টিনের ব্যারিকেড দিয়ে প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়েছে। শুক্রবার থেকে শনিবার পর্যন্ত ৩৯ ঘন্টা প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরিবেশ রক্ষার্থে পূজায় বাধা যাতে না আসে এই কারণে রাজ্যে কেএমডিএ-এর তত্ত্বাবধানে ৪০ টি ঘাট ও ১৬ টি কৃত্রিম ঘাট তৈরি করেছে । অন্যদিকে, কলকাতা পুরসভা ৪৮ টি কৃত্রিম ঘাট এবং ত্রিধারা মডেলে কৃত্রিম পুকুর তৈরি করেছে। গঙ্গার তীরেও ৪০ টি অস্থায়ী ঘাট তৈরি করা হয়েছে। 
কলকাতা হাইকোর্ট এবং জাতীয় পরিবেশ আদালত থেকে আশানুরুপ কোনো ফলাফল না পাওয়ায় কে এম ডি এ আবেদন জানায় সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের তরফ থেকে ১৬ তারিখ অনুমতি অন্তিম শুনানির তারিখ ধার্য করা হয়েছিল ২৩শে নভেম্বর। কিন্তু ২০ তারিখে ছট পূজা থাকার কারণে শীঘ্র শুনানির আবেদন করে কে এম ডি এ। বৃহস্পতিবার হাইকোর্ট এবং পরিবেশ আদালতের রায় অব্যাহত রেখে সরোবরে প্রবেশ নিষিদ্ধ করেন তিন বিচারপতির বেঞ্চ। হাজার পূণ্যার্থীর  নিরাশা এবং মন খারাপের মাঝেও শীর্ষ আদালতের এই সিদ্ধান্তে তুষ্ট হয়েছে রাজ্যের পরিবেশ সচেতক এবং পরিবেশবিদরা। {ads}
 

Supreme Court High Court Chhath Puja Worshiping Rabindra Sarobar closed Corona West Bengal

Last Updated :