header banner

হাওড়ায় অবৈধভাবে নির্মিত বিভিন্ন বিল্ডিং পরিদর্শন করতে সারপ্রাইজ ভিজিট পুর প্রশাসকের

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: বেশ কিছুদিন ধরেই শহরের বিভিন্ন এলাকায় বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ আসছিল হাওড়া পুরসভার কাছে। এইসব অভিযোগ খতিয়ে দেখতে বুধবার সকালে পুরসভার মুখ্য প্রশাসক আচমকাই হানা দেন ওইসব এলাকায়। সঙ্গে ছিলেন হাওড়া সিটি পুলিশের এক পদস্থ কর্তা সহ পুরসভার বিল্ডিং বিভাগের আধিকারিকরা। 

{link}
এদিন পুর প্রশাসক ডা: সুজয় চক্রবর্তী আচমকাই হানা দেন ওই সমস্ত এলাকায়। বিল্ডিংগুলি পরিদর্শন করেন এবং যেখানেই গাফিলতি নজরে এসেছে সেখানেই ব্যবস্থা গ্রহন করবার বিষয়ে তিনি আশ্বাস দিয়েছেন। জানা গেছে, পুরসভার নাকের ডগাতেই বেআইনিভাবে এইসব বহুতল নির্মাণ করা হচ্ছিল। অনেক ক্ষেত্রেই নিয়ম ভেঙে ফ্লোর নির্মাণ হচ্ছিল। অভিযোগ আসছিল পুরসভার কাছে। এদিন আচমকাই পুরসভার তরফ থেকে হানা দেওয়া হয় ওইসব এলাকায়।

{link}
এই প্রসঙ্গে সুজয় চক্রবর্তী জানান, আমরা কিছু অভিযোগ পেয়েছিলাম। সেগুলো খতিয়ে দেখতেই আজকের এই যৌথ পরিদর্শন। তবে এটা সারপ্রাইজ ভিজিট নয় এটা রুটিন ভিজিট। আমরা আগেই জানিয়েছি, যে সমস্ত বিল্ডিং তৈরি হচ্ছে সেখানে নোটিশ বোর্ড দিয়ে জমির মালিক, ডেভেলপারের নাম ফোন নম্বর এসব লিখতে হবে। প্ল্যান ডিসপ্লে করতে হবে। এবং যেখানে নিয়ম ভাঙা হয়েছে সেখানে সমস্যা থাকলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
{ads}

news Howrah Illegal construction West Bengal সংবাদ

Last Updated :