header banner

শুভেন্দুর কুশ পুতুল জ্বালিয়ে হাওড়ায় বিক্ষোভ তৃণমূল কর্মীদের

article banner

বৃহস্পতিবার সকালে ইছাপুর জল ট্যাঙ্কের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ দেখালেন ওখানকার স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা। প্রকাশ্যে জ্বালানো হল শুভেন্দু অধিকারীর কুশ পুতুল। ছাত্র থেকে যুব সকলেই এসে যোগ দিয়েছে এই প্রতিবাদী বিক্ষোভে। 

এর আগেও দুবার এই ইছাপুর জল ট্যাঙ্ক সাক্ষি থেকেছে প্রতিবাদের, ঠিক যখন শুভেন্দু অধিকারী দলত্যাগ করেছিলেন আর তারপর যেদিন রাজীব ব্যানার্জিকে দল ছাড়তে দেখা গিয়েছিলো। সেই সময়েও প্রতিবাদে সরব হয়ে ওঠে এই জায়গাটি, তখন এই ইছাপুর জলের ট্যাঙ্ক মোড়েতে তাদের তথা শুভেন্দু অধিকারী ও রাজীব ব্যানার্জির  কালি মাখানো ছবি  দেখা গিয়েছিলো। শুধু তাই নয় শুভেন্দু অধিকারীর ছবিতে ‘চোর’ লেখাও দেখা গিয়েছিলো। কিন্তু এই কাজ গুলি কারা করেছিল তা এখনো জানা সম্ভব হয়নি। তবে কালকে নন্দীগ্রামে মাননীয়ার সাথে হওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে আজকের প্রতিবাদের পর এবার হাওড়ার ইছাপুর এলাকার স্থানীয় মানুষ সাক্ষী থাকলেন বিক্ষোভের। 

{ads}
 

Suvendhu Adhikari Puppet Burning Protest TMC Protest Mamata Banerjee Ichapur Jol Tank Howrah West Bengal India

Last Updated :

Related Article

Latest Article