header banner

বাগযুদ্ধের লড়াই এবার আইনের পথে

article banner

একের পর এক আক্রমন প্রতি আক্রমনের বাগযুদ্ধ। শেষ পর্যন্ত সেই লড়াই এখন কোর্টের পথে। অভিষেক ব্যানার্জিকে মানহানির আইনী নোটিশ পাঠালেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ফাঁসির মঞ্চে গিয়ে মৃত্যুবরণ করা ব্যক্তির আত্মহত্যার চেষ্টা যা মানসিক স্বাস্থ্য আইন অনুযায়ী চিকিৎসাযোগ্য এবং ফৌজদারি আইন অনুযায়ী দণ্ডনিয় অপরাধ সেই ব্যাপারে করা হয়েছে সাংসদের দৃষ্টি আকর্ষন । এর সাথেই আইন প্রণয়ন করা সত্ত্বেও আইন না জানার জন্য তাঁকে নোটিশের সাথে বেশ কিছু আইনের বই পাঠানো হয়েছে এবং তাঁর সুস্থতা কামনা করা হয়েছে। 


সেই নোটিশে আরো বলা হয়েছে যে উনি না জেনেই বিচারাধীন মামলা নিয়ে মন্তব্যের মাধ্যমে মানুষকে ভ্রান্ত করার চেষ্টা করে আদালতের অবমাননা  করেছেন। এবং প্রশান্ত কিশোরের থেকে জেলে থাকা সুদীপ্ত সেনের লেখা চিঠি প্রকাশিত হওয়া থেকে অভিষেকের সেই চিঠি নিয়ে মানুষকে বলে বেড়ানো যে উনি সব তথ্য প্রমাণ করে দিয়েছেন থেকেই পরিষ্কার ধারণা পাওয়া যাচ্ছে কে কাকে দিয়ে কি চিঠি লিখিয়েছে বলে তথ্য আরোপ করা হয়েছে চিঠিতে। এই ব্যাপার আন্দাজ করেই শুভেন্দু অধিকারী মহাশয় ডিসেম্বরের দশ তারিখে সিবিআইকে চিঠি দিয়ে অনুরোধ করেছেন এই চিঠি ও তার লেখার বিষয়টি খতিয়ে দেখতে।


যার ফলে বাগযুদ্ধ বর্তমানে কার্যত আইনি যুদ্ধের লড়াইয়ের আকার ধারন করল শুভেন্দু অধিকারী ও অভিষেক ব্যানার্জির মধ্যে। উল্লেখ্য কয়েকদিন আগেই এক সভামঞ্চ থেকে অভিষেক ব্যানার্জি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সুদীপ্ত সেনের লেখা চিঠি নিয়ে তার উপর তোপ দাগেন। তার পরিপ্রেক্ষিতে আজ এই পদক্ষেপ শুভেন্দু অধিকারীর। যদিও এবিষয়ে এখনও পর্যন্ত অভিষেক ব্যানার্জির পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া আসেনি। 
 

Suvendu Adhikar Court Law Abhisek Banerjee War of Words BJP TMC Politics West Bengal India

Last Updated :