header banner

এবার কি সংগঠনের গুরু দায়িত্বে শুভেন্দু অধিকারী?

article banner

মঙ্গলবার সকালে হঠাতই আকাশপথে দিল্লি উড়ে গেলেন শুভেন্দু অধিকারী। তবে কি এবার রাজ্য বিজেপির প্রশাসনিক শীর্ষ পদ পেতে চলেছেন শুভেন্দু? অন্তত তার আকাশপথে দিল্লি উড়ে  যাওয়ায় এই জল্পনাই দানা বেঁধেছে রাজনৈতিক মহলে। তৃণমূল শাষিত রাজ্যে বর্তমানে শুভেন্দু রাজ্যের বিরোধী দলনেতা। এর পাশাপাশি বলা চলে কার্যত রাজ্য বিজেপির বর্তমানে প্রকাশ্যে থাকা একমাত্র মুখ। এর পর আর তাঁকে সংগঠনের কোনও পদ দেওয়া হবে কীনা, তা নিয়েই একাধিক প্রশ্ন দানা বেঁধেছে বাংলার রাজ্য রাজনীতিতে। 

{link}
একুশের বিধানসভা নির্বাচনে নিজের ঘরেঢ় মাঠে, নন্দীগ্রাম বিধানসভায় দাঁড়িয়ে খোদ মুখ্যমন্ত্রীকে হারিয়ে জায়ান্ট কিলারের তকমা পেয়েছেন শুভেন্দু। গোটা রাজ্যে বিজেপির একুশে সরকার গড়ার মতো স্বপ্ন ধূলিস্যাৎ হয়ে গেলেও, নন্দীগ্রামে খোদ তৃণমূল নেত্রীকে হারিয়ে দেওয়ায় আত্মতৃপ্তির ঢেকুর তুলছেন গেরুয়া নেতারা। তার সাথেই বুক ফুলিয়ে রাজ্যে ঘুরছেন শুভেন্দুও। শুধু তাই নয়, পূর্ব মেদিনীপুরে সংগঠন না থাকা সত্ত্বেও শুধুই নিজ দাপটে শুভেন্দু ১৬টি আসনের মধ্যে দলকে দিয়েছেন ৭টি। আবার অন্যদিকে অন্য সমস্ত হেভিওয়েট ছাড়া বাকি সকলেই হয়েছেন কুপোকাত। স্বাভাবিকভাবেই গেরুয়া শিবিরে ক্রমেই গুরুত্ব বাড়তে শুরু করেছে শুভেন্দুর। 
শুভেন্দুকে যে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছিল গেরুয়া শিবিরে, তার প্রমাণ মিলেছিল ঢের আগেই। জনসভা করতে এসে শুভেন্দুর নাম করে ডেকে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী স্বয়ং। যার থেকে একটি জিনিস স্পষ্ট, শুভেন্দুকে বাড়তি গুরুত্ব দিচ্ছে দল। 

{link}
গেরুয়া শিবিরে শুভেন্দুর কদর যে বাড়ছে, তার আরও একটি প্রমাণ হল কোনও রকম বিরোধিতা ছাড়াই শুভেন্দুকে দেওয়া হয়েছে বিরোধী দলনেতার পদ। এর পর তাঁকে সংগঠনের কোনও দায়িত্ব দেওয়া হতে পারে বলে বিজেপির একটি সূত্রের খবর। শুভেন্দুর সাংগঠনিক দক্ষতার জেরে জঙ্গলমহল এবং মালদহ, মুর্শিদাবাদে তৃণমূলের ভিত শক্তপোক্ত করেছেন শুভেন্দুই। তাই তাঁকে সংগঠনের কোনও গুরু দায়িত্ব দেওয়া হতে পারে। সূত্রের দাবি, সেই কারণেই এদিন তড়িঘড়ি দিল্লির উড়ান ধরেন শুভেন্দু। দিল্লিতে তাঁর সঙ্গে অমিত শাহ সহ বিজেপি শীর্ষ নেতৃত্বের বৈঠক হতে পারে বলেও সূত্রেরই খবর।এছাড়াও বিজেপির আরও যে সমস্ত কেন্দ্রীয় মুখ যেমন মুকুল রায়, দিলীপ ঘোষ, রাজীব ব্যানার্জি এনাদেরও দেখা সাক্ষাৎ প্রায় পাওয়াই যাচ্ছে না। যার ফলে এখন রাজ্য বিজেপির সর্বেসর্বা সেই একজনই, শুভেন্দু অধিকারী।  এখন দেখার, রাজ্য বিজেপির কোন পদে স্থান লাভ করেন শুভেন্দু। 
{ads}

Suvendu Adhikari BJP Amit Shah Delhi Narendra Modi TMC politics West Bengal India Mamata Banerjee সংবাদ রাজনীতি

Last Updated :