দলে এবার শুভেন্দুকে বাড়তি গুরুত্ব দিতে শুরু করল বিজেপি! সূত্রের খবর দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পাশাপাশি এবার বিজেপির ফ্লেক্স-ফেস্টুন-ব্যানারে রাখা হতে চলেছে শুভেন্দু অধিকারীর মুখও। দিলীপের পাশাপাশি শুভেন্দুর ফেস ভ্যালুকেও গুরুত্ব দিতে শুরু করলেন গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্ব। কারন এই শুভেন্দুই এবারে কার্যত একুশের নির্বাচনের জায়েন্ট কিলার। দলের এহেন নির্দেশে খুশি শুভেন্দুর অনুগামীরা।
{link}
গত ডিসেম্বরে বঙ্গ রাজনৈতিক মহলে ঝড় তুলে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে পদ্ম প্রতীকে প্রার্থীও হন শুভেন্দু। তাঁর প্রধান প্রতিপক্ষ ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। টান টান লড়াইয়ের শেষে বিতর্কিত হলেও হাজার দুয়েক ভোটে মমতাকে পরাস্ত করেন শুভেন্দু। তার পর থেকেই দিল্লিতে বাড়তি গুরুত্ব পেতে শুরু করেন শুভেন্দু। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে একাধিকবার শোনা গিয়েছে জায়েন্ট কিলার শুভেন্দুর নাম। তাঁর সঙ্গে একান্তে বৈঠকও করেছেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যে বৈঠকে ঠাঁই হয়নি স্বয়ং রাজ্য সভাপতি দিলীপ ঘোষেরও।
{link}
তৃণমূল ছেড়ে বিজেপি ঘুরে ফের ঘাসফুল শিবিরে ফিরে গিয়েছেন মুকুল রায়। যার ফলে দলে আরও গুরুত্ব বেড়েছে শুভেন্দুর। সেই দিকে থেকে রাজ্যে একুশের নির্বাচনে বিজেপির অধিকাংশ মুখ যেখানে তাদের আস্থা রাখতে ব্যার্থ হয়েছে, সেই সময়েই তাদে মুখ রক্ষা করেছেন শুভেন্দু। তার পাশাপাশি দিলীপ ঘোষের সাথেও তার সম্পর্ক ভালোই। তাই এবার রাজ্য ও কেন্দ্রীয় বিজেপির কাছে কদর বেড়েছে নন্দীগ্রামের এই দাপুটে নেতার। এবার মিলতে চলেছে তারই পুরস্কার।
{ads}