header banner

শুভেন্দুর ইতিকথা

বেশ কয়েকমাস ধরেই তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব জল্পনার মধ্যে রেখেছে পুরো পশ্চিমবঙ্গকে। তৃণমূলের শীর্ষ স্থানীয় নেতা এবং রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রীত্বপদ থেকে ইস্তফা নিয়ে দল ত্যাগ করার বিষয়ে বাংলার মানুষের অনুমানকে দৃঢ় করছে। এরই মাঝে মঙ্গলবার উত্তর কলকাতার এক আবাসনে সৌগত রায় এবং তৃণমূলের প্রথম সারির নেতাদের সঙ্গে শুভেন্দু অধিকারীর বৈঠক নিয়েই মুখ খুললেন বিজেপির শীর্ষ স্থানীয় নেতা জয় প্রকাশ মজুমদার। {ads}
“শুভেন্দুকে নিয়ে বার বার কেন যে দলের নেতৃত্ব গালটা বাড়িয়ে দিচ্ছেন… সেটা আমার মাথায় এখনো ঢোকে নি”, এদিন তিনি দলের বর্ষীয়ান নেতা সৌগত রায়ের বিষয়ে এই মন্তব্য করে দলের বিষয়ে তীব্র নিন্দা জানান। মঙ্গলবার তৃণমূলের উত্তর কলকাতার বৈঠকে সাংসদ সৌগত রায়ের সঙ্গে বৈঠকে বসেন শুভেন্দু আধিকারী। প্রাথমিক ভাবে সৌগত রায়ের সাথে বৈঠকের কথা হলেই ঘটনাস্থলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোরের উপস্থিতিতে শুভেন্দুবাবু অসন্তুষ্ট হয়েছে বলে জানান তিনি। সেখানেই শেষ নয়, বৈঠকের পরবর্তীকালে সৌগত রায় সাংবাদিকদের সম্মুখে দলীয় কলহের মিমাংসার কথাও উল্লেখ করেন। এই ঘটনাতেও শুভেন্দুবাবু যে বেশ ক্ষুব্ধ হন তার প্রমাণ মেলে গতকাল সৌগত রায়কে পাঠানো বার্তার মাধ্যমে। ফলত, এই সম্পূর্ণ ঘটনাটির মাধ্যমে দলের শীর্ষ স্থানীয় নেতা সৌগত রায়কে অপমান করা হচ্ছে বলে মনে করেন জয় প্রকাশ বাবু। 
“পিছন থেকে কলকাঠি কে নাড়ছে? আমরা সবাই জানি, অভিষেক ব্যানার্জি এবং প্রশান্ত কিশোর… আর অপমানিত হচ্ছেন সৌগত রায়”, এই বক্তব্যের মাধ্যমে তিনি সম্পূর্ণ ঘটনাটির বর্ণনা করেন। সাম্প্রতিক কালে, শুভেন্দু অধীকারীর আগামী সিদ্ধান্ত নিয়ে একেই রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে, তার ওপর গতকালের শুভেন্দু অধিকারীর দ্বারা প্রেরিত বার্তা স্বাভাবিকভাবেই সাড়া ফেলেছে গোটা বঙ্গে। ফলে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আশা করা যায় , আগামী ৬ই ডিসেম্বর শুভেন্দু অধিকারীর সাংবাদিক বৈঠকই সম্পুর্ণ জল্পনা মেটানোয় সক্ষম হবে।  {ads}
 

Suvendu Adhikari Jay Prakash Majumdar Saugata Roy Abhishek Banerjee Prashant Kishor TMC BJP West Bengal

Last Updated :