header banner

নদীয়ায় নির্বাচনী প্রচারে পুলিশের সঙ্গে শুভেন্দুর প্রকাশ্যে ধস্তাধস্তি

article banner

নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ শুভেন্দুর নির্বাচনী প্রচারে পুলিশের সঙ্গে প্রকাশ্যে বাগযুদ্ধ, সাথে ধস্তাধস্তি। রাজ্যের বিরোধী দলনেতা কে ধাক্কা মারার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। যার ফলে আজ নদীয়ায় শুভেন্দুর প্রচারপর্ব নিয়ে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। প্রতিবাদে পুলিশকে ঘিরে স্লোগান দিতে শুরু করেন বিজেপি কর্মীরা। এখনও বিষয়টিকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত নদীয়ার চাকদহ। 

{link}
স্থানীয় সূত্রে খবর নদীয়ার চাকদহে নির্বাচনী প্রচারে আসেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সেখানে প্রথমে তিনি একটি জনসভা করেন। জনসভা শেষে যখন তিনি রাস্তা দিয়ে বিজেপি কর্মীদের সঙ্গে নির্বাচনী প্রচার করেছিলেন ঠিক তখনই পুলিশ শুভেন্দু কে আটকে দেয় বলে অভিযোগ। এরপরে কেন তাকে আটকানো হল এই নিয়ে পুলিশের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়। শুভেন্দু অধিকারী অভিযোগ করেন পুলিশ তাকে ধাক্কা মেরেছে। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে চাকদহ। রীতিমতো পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়। শুভেন্দু অধিকারী নিজে স্লোগান দিতে থাকে পুলিশ তুমি ঊর্ধ্বি ছাড়ো তৃণমূলের ঝাণ্ডা ধরো।

{link}
উল্লেখযোগ্যভাবে শেষ কয়েকদিন পূর্বেও কলকাতার আশুতোষ কলেজের সামনে নিজের বিরুদ্ধে স্লোগান শুনে মাথা ঠান্ডা রাখতে পারেননি বিজেপি নেতা। উল্টে তেড়ে গিয়েছিলেন। আজও কার্যত পুলিশের সাথে ধস্তাধস্তি বেঁধে যায়। বিতর্ক পিছু ছাড়ার নাম নেই, এর মাঝেই কঠিন শিড়দাঁড়া নিয়ে রাজ্যের বিরোধী দলের হয়ে লড়াই করছেন শুভেন্দু। 
{ads}

Suvendu Adhikari Nadia Police fight election campaign BJP election West Bengal India নদীয়া শুভেন্দু অধিকারী

Last Updated :