header banner

"উঠবস"-এ যোগদান

article banner

বেশ কয়েকদিন আগেই তৃণমূলের শিবির ভেঙ্গে আরও এক পরিচিত মুখ জিতেন্দ্র তেওয়ারি বেরিয়ে বিজেপি শিবিরে যোগদান করতে দেখা গেলো। রাজনৈতিক মহলের মতানুসারে এটাই তৃণমূলের শেষ ছন্দ পতন ছিল। কিন্তু সেই আশায় জল ঢেলে আজই আরও এক পরিচিত নেতা সুশান্ত পাল হরফে বাচ্চু দল ছেরে যোগ দিল বিজেপিতে। তৃণমূলে থাকার ফলে তার নাকি পাপের ঘরা ভর্তি হয়ে পরেছিল। তাই পাপ কমাতে তিনি শুভেন্দু অধিকারীর হাত ধরে পা দিলেন বিজেপিতে।

 
১৯৯৮ আল থেকে তিনি তৃণমূলে থেকে অনেক পাপ করে ফেলেছিলেন, তাই শুভেন্দু অধিকারীর সামনে জনসভাতেই কান ধরে উঠবোস করলেন। দীর্ঘদিন ধরে এই তৃণমূল নেতা জেলা সভাপতি অজিত মাইতি ও আর এক তৃণমূল নেতা বিশ্বজিৎ মুখার্জীর খুবই ঘনিষ্ঠ ছিলেন তিনি।  শুভেন্দু অনুগামী বলেই বেশ পরিচিতি ছিল বাচ্চুর। এমনকি প্রাক্তন ক্রীড়া মন্ত্রী মদন মিত্রের সঙ্গেও তার ঘরোয়া  সম্পর্ক। বুধবার পিংলা বিধানসভার চকগোপীনাথপুরে বিজেপির যোগদান মেলায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন এই নেতা।  তারপরেই মঞ্চে শুভেন্দু অধিকারী থাকাকালীন তিনি কান ধরে বার চারের উঠবোস করেন। তিনি  বলেন, “ তৃনমুল করেছিলাম তাই কানধোরে উঠবোস করে প্রায়শ্চিত্ত করে  বিজেপিতে যোগ দিলাম”।

 
তার এই পদক্ষেপের ফলে ইতিমধ্যে রাজনৈতিক মহলে শুরু হয়ে গেছে জল্পনা।বিজেপিতে যোগ দিয়েই তাঁর স্বীকারোক্তি ‘ভুল করেছি’। সর্বপ্রথম শুভেন্দু অধিকারী তারপর থেকে একের পর এক নেতাদের দলত্যাগ, সর্বশেষ দলত্যাগ জিতেন্দ্র তেওয়ারি হয়ে দলত্যাগে পুর্নচ্ছেদ পড়ার কথা অনেকেই ভেবেছিলেন কিন্তু আবার আরও এক নেতার দলবদল। তাহলে কবে শেষ হবে এই দলবদলের খেলা? নাকি অন্য কোন নতুন চমক দেখতে পাওয়া যাবে।  

{ads}
 
  
 

Suvendu Adhikari Sushant Paul BJP TMC Joining Political Story Politics Election News West Bengal India

Last Updated :