header banner

জল্পনা তুঙ্গে , কোথায় তিনি ?

article banner

শুভেন্দু , শুভেন্দু আর শুভেন্দু , মেদিনীপুরের ভূমিপুত্রের সত্যজ্ঞান এবং সততা তাঁকে সর্বদা পশ্চিমবঙ্গের মানুষের একাংশের হৃদয়ে স্থান দিয়েছে , তিনি কখনো লড়েছেন গরিব কৃষকদের অধিকারের তাগিদে আবার পাশে দাঁড়িয়েছেন বিদ্রোহে শহিদ সন্তানদের পরিবারের ।তাঁর অনুগামীরা “দাদার অনুগামী” স্বীকৃতি দিয়ে প্রতিষ্ঠিত করছে তাঁর অস্তিত্ব মানুষের হৃদয়ে ।
ভাঙনের সুর প্রথম বাজে যখন রাজ্যে আগমন হয় পি.কের এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন প্রধান নেতা  রূপে প্রতিষ্ঠা পান তৃণমূল দলে ।নন্দিগ্রামের যে আন্দোলনকে কেন্দ্র করে তৃনমূলের প্রধান ভিত্তি সেই আন্দোলনের অন্যতম সেনানায়ক আজ দল থেকে অনেক দূরে ।বিরোধীদের মতে ,অবশেষে শুভেন্দু হীন নির্বাচন লড়বে তৃণমূল ।{ads}
ছেড়ে দিলেন মন্ত্রিত্ব , লড়ছেন একা , মানুষের পাশে , মানুষের সাথে যাচ্ছেন ঘাস ফুল ছাড়া , তাঁর প্রচার হচ্ছে দাদার অনুগামী , দাদার ব্যানার রূপে । কিন্তু রাজনৈতিক জল্পনা তুঙ্গে যে তিনি দাঁড়িপাল্লার ঠিক কোনদিকে , কোথায় তাঁর অবস্থান , কেনই বা পরিস্কার হচ্ছেনা তাঁর রাজনৈতিক পরিচিতি ।
বিরোধীদের একাংশের মতামত তিনি দল ছেড়ে বিরোধী দলে যোগ দেবেন , কিন্তু কোন মতামতেরই কোন পরিস্কার চিত্র তৈরি হচ্ছে না । 
কলকাতার প্রাক্তন ডেপুটি মেয়র তথা তৃণমূল নেতা অতীন ঘোষের মতে শুভেন্দু দল ত্যাগ করলে দলের খুবই ক্ষতি হবে , শুভেন্দুর জনভিত্তি অনেক বেশী বিশেষত মেদিনীপুরে। তাছাড়া উনি আরও বলেছেন রাজনৈতিক অভিজ্ঞতার কাছে রাজনৈতিক শিক্ষায় পথ দেখানোকে মেনে নেওয়া যায় না ।
যে সময় রাজনৈতিক জল্পনা তুঙ্গে সেই সময় মেদিনীপুরের পুলিশ সুপারের বদলি করল নবান্ন , পূর্ব মেদিনীপুরের বর্তমান পুলিশ সুপারকে বদলি করে পাঠানো হয়েছে শিলিগুড়িতে । 
প্রশাসনিক প্রয়োজনে সিদ্ধান্ত যতই হোক , রাজনৈতিক চিন্তাধারা প্রশাসনিক সিদ্ধান্তকে গ্রহন করতে পারে না তাই বিধানসভা নির্বাচনের আগে কার্যত শুভেন্দু জল্পনা আরও তুঙ্গে হয়ে উঠেছে ।{ads}
 

Suvendu Adhikari West Bengal Election 2021 TMC BJP Medinipore West Bengal Assembly Election 2021

Last Updated :