header banner

আমি বসন্তের কোকিল নয় , শুভেন্দু

article banner

“আমি বসন্তের কোকিল নয় , নীতি আদর্শ বিসর্জন দিয়ে কাজ করিনা ” রামনগরে সমবায়ের সভায় এমনি বললেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজনৈতিক জল্পনা কার্যত আরও তুঙ্গে পৌছালো আজকের রামনগরের সভার পরে ।
কি বলবেন শুভেন্দু অধিকারী সেই নিয়ে  কৌতূহল ছিল রাজনৈতিক মহলে ।তাঁর ওপরে ছিল পোস্টার যুদ্ধ । হাজার হাজার অনুগামী শুভেন্দু অধিকারীর পোস্টার নিয়ে সমাবেশে যোগ দেন।সভার আগেই এককথায় চড়েছে পারদ। শুভেন্দুর নামে সমবায়ের ব্যানারে পোস্টারের পাশেই লাগানো ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার।

 
আজ সমবায়ের মঞ্চে থেকে তিনি বলেছেন , এখানে রাজনৈতিক কথা বলা যায় না ,এটা রাজনৈতিক নয় সমবায়ীদের মেগা শো । তিনি বলেছেন আমি এখনো একটি দলের সদস্য , আমি এখনো মন্ত্রিসভার সদস্য , মতান্তর থেকে বিভেদ , বিচ্ছেদ হয় , মুখ্যমন্ত্রী আমাকে তাড়াননি আমিও দল ছাড়িনি ।কোভিড থেকে আমফন মানুষের পাশে থেকেছি ।আমি ঘরে নয় ময়দানে থাকি ।
কার্যত নানা প্রশ্ন রাজনৈতিক ময়দানে তৈরি হয়েছে শুভেন্দু অধিকারীর সভার পর । তাহলে কি দল ছাড়ছেন শুভেন্দু ? নাকি ঘাসফুলের ছায়াতেই লড়বেন অন্যতম প্রধান সেনাপতি ? তবে নন্দীগ্রামের জনসভা ও আন্দোলনের প্রভাব এবং ভূমিপুত্র শুভেন্দুর ‘দাদা’ ন্যায় প্রতিষ্ঠিত হওয়া একুশের বিধানসভা ভোটকে কার্যত আরও উত্তপ্ত করে তুলবে এই ব্যাপারে কোন সন্দেহ নেই ।

{ads}

suvendu adhikari suvendu adhikari latest speech suvendu chattopadhyay nandigram upazila nandigram bogra nandigram news gardening tips how to garden tips howrah howrah news howrah news bengali howrah n

Last Updated :