আজ আবার ফিরে এলো সেই দিন নভেম্বর ১০ । একদিকে যখন সকলের দৃষ্টি বিহার বিধানসভা নির্বাচনের ফলাফলের দিকে থাকবে, তখন এই বাংলার মানুষের তীক্ষ্ণ নজর থাকবে নন্দীগ্রামের দিকে । কি বলবেন মেদিনীপুরের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী , সেই দিকেই তাকিয়ে রাজ্য ও রাজনীতি ।
নন্দীগ্রামের মানুষের কাছে গত তেরো বছরে শুভেন্দু অধিকারী একটি আপন নাম , এই ১৩ বছর পূর্তিতে শহিদ স্মরণে সভা করছেন আজ । ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে একাধিক সভা করবেন তিনি।
আজ নন্দীগ্রামে সমাবেশ করতে চলেছে তৃণমূল। বক্তা রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম, পূর্ণেন্দু বসু। অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের সভাপতি শিশির অধিকারীও। কিন্তু তৃণমূলের সমাবেশে শুভেন্দু অধিকারী অংশগ্রহন করবেন কি না সেই নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন রাজনৈতিকবিদরা । {ads}