header banner

স্নায়ুযুদ্ধ ? জিতবে কে ?

article banner

 “তেরো বছর পর মনে পড়েছে , আমি প্যারাসুটে ও নামিনি , লিফটে করেও উঠিনি , সিঁড়ি ভেঙে ভেঙে ভেঙে উঠেছি  ” – তিনি ভূমিপুত্র নন্দীগ্রামের , নন্দীগ্রামের মানুষের কাছে গত তেরো বছরে শুভেন্দু অধিকারী একটি আপন নাম ।যে আন্দোলনের ভিত্তি ধরে আজ শাসক দল বিগত দশ বছর ধরে এই বাংলায় নিজেদের আধিপত্ত স্থাপন করেছে , সেই আন্দোলনের শিখায় আজও উজ্জ্বল জ্যোতিষ্কের মতো জ্বলজ্বল করছেন শুভেন্দু অধিকারী ।{ads}
১০ ই নভেম্বর ২০২০ এর জনসভায় দাঁড়িয়ে ঘাসফুলের ছায়া ছাড়া নন্দীগ্রামের ভূমিপুত্র হাজার হাজার নন্দীগ্রামের মানুষের সামনে দাঁড়িয়ে জয় নন্দীগ্রাম , জয় বাংলার জয়ধ্বনি ভারতমাতা জিন্দাবাদের জয়গান গেয়ে গেছেন , তিনি জানিয়ে গেছেন সময় যতই পরিবর্তন হোক তিনি এই বাংলার , তিনি এই নন্দীগ্রামের ।
তিনি ছিলেন কখনো ডান হাত , কখনো বাম হাত , সম্মান আর শ্রেষ্ঠত্ব তাঁকে সর্বদা ঘাসফুলের অন্যতম সেনাপতি রূপে প্রতিষ্ঠিত করেছে , রাজনৈতিক ময়দানে তাঁর অভিজ্ঞতা তাঁকে করেছে মানুষের মধ্যমণি । তাঁর অভিজ্ঞতা তৃনমূলের রাজনৈতিক সময়কালের সমানুপাত।সেই মধ্যমণি আজ কাছে থেকেও অনেক দূরে , যে দুরের গভীরতা হিসেব করা খুবই কঠিন হয়ে পড়েছে রাজনৈতিক মহলে । 
এই আলোচনা বারবার চলেই আসে যে, ২০১৯ এর শেষ লোকসভা নির্বাচনে বাঁকুড়া , পুরুলিয়া , দুই মেদিনীপুর ও জঙ্গলমহলের জমি তৃনমূল ধরে রাখতে পারেনি শুভেন্দু দায়িত্বে না থাকার কারনে বা শুভেন্দুহীন হওয়ার কারনে ।


সম্ভবত অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত কিশোরের দলে ক্রমবর্ধমান প্রভাব নিয়ে টিএমসির নেতাদের একটি অংশের মধ্যে মতবিরোধ পর্যবেক্ষণে রাজনৈতিক পর্যবেক্ষকরা ব্যর্থ হননি। 
টিএমসি রাজ্য নেতৃত্ব আই-প্যাকের কাজ দেখে মুগ্ধ হয়েছেন, দলের মধ্যস্তরের নেতারা দলের প্রতিদিনের বিষয়ে আই-প্যাকের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খুব স্বাচ্ছন্দ্যবোধ করেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো এবং মমতার রাজনৈতিক উত্তরাধিকারী হিসাবে বিবেচিত লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও  কিশোরের সাথে অনেকগুলি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের চূড়ান্ত আহ্বান জানাতে সমন্বয় করে চলেছেন । 
নানা আলোচনার মধ্যে উঠে আসছে একাধিক প্রশ্ন , নতুন দল নিয়ে কি শুভেন্দু ? কি ভাবে নিজের সম্মান আবার ফিরে পাবেন শুভেন্দু ? নাকি ভাঙ্গন ধরতেই চলেছে এবার ? মুকুলের পরে কি এবার শুভেন্দু ? 
একুশের বিধানসভা ভোটের আগে এই ভাবমূর্তি বদলে দিতে পারে ভোটের চিত্রটা……।

চিত্র সৌজন্যে - ফেসবুক {ads}
 

suvendu adhikari suvendu adhikari latest speech suvendu chattopadhyay nandigram upazila nandigram bogra nandigram news gardening tips how to garden tips howrah howrah news howrah news bengali howrah n

Last Updated :