শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: উপলক্ষ 'লক্ষ্মীর ভান্ডার'! এই প্রকল্প মমতার মাস্টার স্ট্রোক - তা সবাই স্বীকার করেছেন। আর ঠিক সেই জায়গাতেই আঘাত করলেন বিরোধী দলনেতা শুভেন্দু। শুক্রবার বিকেলে চাকদহের সভা থেকে শুভেন্দু বললেন, ক্ষমতায় এলে যে বিজেপি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে না, বরং বাড়িয়ে দেবে, সেই ইঙ্গিতই দেওয়ার চেষ্টা করছেন শুভেন্দু। ওড়িশায় মহিলাদের বছরে এক বার এককালীন ৫০ হাজার টাকা দেওয়া হয়।' 'দিল্লিতে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা মাসে আড়াই হাজার টাকা করে দিচ্ছেন।' 'হরিয়ানায় বিজেপি সরকার মাসে ২১০০ টাকা দেয়।' 'মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসের সরকার দিচ্ছে ২০০০ টাকা।'একের পর এক পরিসংখ্যান দিলেন শুভেন্দু অধিকারী।
{link}
বিধানসভা ভোট এগিয়ে আসছে। ফের রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে 'লক্ষ্মীর ভান্ডার'।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজেপি ক্ষমতায় এলে ‘লক্ষ্মীর ভান্ডার’ বন্ধ হয়ে যাবে, এই বার্তাই দিচ্ছে তৃণমূল কংগ্রেস। আর তার ঠিক উল্টোটাই বোঝাতে চাইছে বঙ্গ বিজেপি। বিজেপির তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, ক্ষমতায় এলে ‘লক্ষ্মীর ভান্ডার’ বন্ধ নয়, বরং এই প্রকল্পে আরও বেশি টাকা দেওয়া হবে। শুধু তাই নয়, সেই সম্ভাব্য অঙ্ক কত হতে পারে, তারও ইঙ্গিত দিচ্ছেন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারের বক্তব্যে বার বার উঠে আসছে সেই প্রসঙ্গ। বিজেপি ক্ষমতায় এলে 'লক্ষ্মীর ভান্ডার' যে বন্ধ হবে না, সেই বার্তাই রাজ্যের মানুষের কাছে পৌঁছে দিতে চাইছেন তাঁরা।
{ads}