header banner

Suvendu Adhikari: 'SIR -এর পর রাজ্যে কমপক্ষে ১ কোটি ভোটারের নাম বাদ যাবে', মন্তব্য বিরোধী দলনেতার

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: আসন্ন বিধানসভা ভোটের আগে ভোটারের বাদের তালিকা বেড়েই চলেছে। আর মঙ্গলবার দুপুর পর্যন্ত আরও কয়েক লক্ষের নাম বাদ পড়ল। সবমিলিয়ে এখনও পর্যন্ত প্রায় ১৪ লক্ষের নাম বাদ পড়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। গত ৪ নভেম্বর থেকে রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত এনুমারেশন ফর্ম বিলি ও জমা নেওয়ার কাজ চলবে। গতকাল সাংবাদিক বৈঠকে সিইও মনোজ কুমার আগরওয়াল জানান, এখনও পর্যন্ত ৪ কোটি ৫৫ লক্ষ ফর্ম ডিজিটাইজড হয়েছে। আর সেই প্রসঙ্গেই তিনি জানান, এখনও পর্যন্ত ১০ লক্ষ ৩৩ হাজার ভোটার তাঁদের ফর্ম সংশ্লিষ্ট বুথের বিএলওর কাছে জমা দেননি। এরপরই কমিশন সূত্রে জানা যায়, ১০ লক্ষের মতো নাম বাদ পড়েছে। 

{link}

  গতকালের ওই সংখ্যার পর মঙ্গলবার দুপুর পর্যন্ত আরও প্রায় ৪ লক্ষ নাম বাদ পড়ল কমিশন সূত্রে খবর, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত নাম বাদ পড়ার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ লক্ষ ৯২ হাজার। রাজ্যের মধ্যে এখনও পর্যন্ত শতাংশের বিচারে সব চেয়ে বেশি নাম বাদ পড়েছে উত্তর এবং দক্ষিণ কলকাতায়। এ ছাড়া নাম বাদ পড়ায় এগিয়ে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা। এখনও পর্যন্ত ১৪ লক্ষের নাম বাদ পড়ার পর প্রশ্ন উঠছে, মোট কতজনের নাম বাদ পড়বে? বিজেপি নেতারা এসআইআর প্রক্রিয়া শুরুর আগে নানা সংখ্যা দিচ্ছিলেন। এখনও পর্যন্ত ১৪ লক্ষের নাম বাদ পড়া নিয়ে তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ বলেন, “আমরা এখনও কোনও সংখ্যা জানি না। সংবাদ মাধ্যমেই শুনছি। নাম বাদ নিয়ে বিজেপি নেতারা নানা সংখ্যা বলছিলেন। আমাদের লক্ষ্য, কোনও বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়।”অন্যদিকে, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিনও বলেন, “আমি ৯৫ সাল থেকে ভোটে লড়ছি। আমি বলছি, লিখে রাখুন ১ কোটির উপর নাম বাদ যাবে।"

{ads}

BJP West Bengal SIR SIR West Bengal Election Commission Suvendu Adhikari News Bengali News Voters List সংবাদ শুভেন্দু ভোটার লিস্ট এসআইআর

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article