header banner

Suvendu Adhikari : বিক্ষোভের মুখে শুভেন্দু, উত্তপ্ত কোচবিহার

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : আবার বড়ো বিক্ষোভের মুখে শুভেন্দু (Suvendu Adhikari)। তাও আবার বিজেপির (BJP) গড় উত্তরবঙ্গে। নিউ কোচবিহার স্টেশন চত্বরে কালো পতাকা নিয়ে জমায়েত করেন তৃণমূল কর্মী সমর্থকরা। মঙ্গলবার, কোচবিহারে (Cooch Behar) এসপি অফিস অভিযান রয়েছে বিরোধী দলনেতার। বাঁশ, লাঠি, ইট নিয়ে হামলার অভিযোগ। বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা আধিকারিকরা ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। খাগড়াবাড়ির ওই রাস্তা দিয়েই আসার কথা নির্ধারিত ছিল শুভেন্দু অধিকারীর।

{link}

সেই মোতাবেক প্রচুর পরিমাণ পুলিশ আগে থেকেই মোতায়েন ছিল এলাকায়। কিন্তু নির্দিষ্ট একটি সময়ের পর হঠাৎ করেই সেখানে বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক জড়ো হয়ে যান। শুভেন্দুর কনভয় যেতেই হামলা শুরু হয়। প্রথমে কাল পতাকা হাতে বিক্ষোভ, পরে ইট নিয়ে শুভেন্দুর কনভয়ে হামলা হয় বলে অভিযোগ। প্রশ্ন উঠেছে, এতো পুলিশের সামনে কি করে এই অভিযান সম্ভব হলো? তাহলে  কি পুলিশের পরোক্ষ মদত ছিল? পুলিশের সামনে বাঁশ, লাঠি নিয়ে একাধিক গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, “কোচবিহারে তৃণমূল কংগ্রেসের তরফে বিভিন্ন ভাবে শুভেন্দু অধিকারীর কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা হয়েছে।

{link}

পুলিশের সাহায্য নিয়ে হেনস্থার চেষ্টা চলেছে। গাড়ির ওপর হামলা করা হয়েছে।” তৃণমূল মুখপাত্র পার্থপ্রতিম রায় বলেন, “সারা বাংলা জুড়ে প্রতিবাদ চলছে বাংলাভাষি মানুষের ওপর আক্রমণের প্রতিবাদে। ১৯টি জায়গায় অবস্থান কর্মসূচি চলছে। ওনার ওপর কেউ হামলা করেননি। প্রচুর মানুষ, মহিলারা জড়ো হয়েছে। বিক্ষোভ প্রদর্শন করেছেন। মানুষের ক্ষোভ রয়েছে।” প্রশ্ন উঠেছে বিরোধী দলনেতার নিরাপত্তা নিয়ে।

{ads}

News Breaking News Suvendu Adhikari BJP Cooch Behar সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article