header banner

রুদ্ধদ্বারে পালিত স্বামীজির ১৫৮ তম জন্মদিবস

article banner

“জীবে প্রেম করে যেই জন, সেইজন সেবিছে ঈশ্বর”- অর্থাৎ জীবে প্রেম যিনি করেন সেইজন স্বয়ং ঈশ্বরের সেবা করছেন, এই অমর বানী যে মানুষটি সমাজের সামনে তুলে ধরেছিলেন, যে মানুষটি বিশ্বের দরবারে একজন সন্ন্যাসী হয়ে নিজের এক অনন্য কীর্তির নিদর্শন রেখে গেছেন, সেই মানুষরূপী ভগবান স্বামী বিবেকানন্দের আজ ১৫৮ তম জন্মদিবস। সেই সাথেই আজ সারা দেশের ৩৭ তম জাতীয় যুব দিবস। 


রামকৃষ্ণ মিশন বেলুড় মঠে প্রতিবারের মতো এবারেও সাড়ম্বরে পালিত স্বামীজির জন্মোৎসব ও জাতীয় যুব দিবস। সকাল ন টায় বেদ পাঠের মধ্যে দিয়ে শুভ সূচনা হয় স্বামীজির জন্মদিনের অনুষ্ঠানের। কিন্তু অন্যান্য বছরের থেকে এবারের চিত্রটা একটু অন্যরকম। এবারে কার্যত তুলনামূলক ভাবে শুনশান মঠের প্রাঙ্গন। প্রত্যেক বছরেই এই দিনটিতে বিশাল ভক্তজনের সমাবেশ ঘটে বেলুড়মঠে। সকাল থেকেই স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা স্বামীজীর ছবি নিয়ে  প্রভাতফেরী করে মঠের ভেতরে প্রদক্ষিন করে। মঠের ভেতরে অগনিত দর্শনার্থী ভিড় জমান। মঠের এক মহারাজ জানিয়েছেন প্রতি বছর মঠে আনুমানিক দশ হাজার লোকের আগমন ঘটে এই বিশেষ দিনে। কিন্তু করোনার প্রভাবে পরিস্থিতি বদলেছে, বদলেছে পরিচিত চিরাচরিত চিত্র। এই বছরে প্রথমবার এই বিশেষ দিনটিতে বেলুড় মঠের প্রবেশ দ্বার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মঠ কতৃপক্ষের থেকে। বেলুড় মঠের ভিতরে কোন অনুষ্ঠান হচ্ছে না, রামকৃষ্ণ মিশনের বিভিন্ন শাখা গুলিতে ও রামকৃষ্ণ মিশনে পালিত হচ্ছে জন্মদিনের উৎসব। বিবেকানন্দ সভাগৃহে বিশেষ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। সব মিলিয়ে এবারে কার্যত রুদ্ধদ্বারেই পালিত স্বামীজির জন্মদিন। 


{ads}

Swami Vivekanada 158th Birth Anniversary 37th National Youth Day Belur Math Ramkrishna Mission West Bengal India

Last Updated :