header banner

বেলুড় মঠে পালিত স্বামীজির ১৫৯ তম জন্মতিথি

article banner

“স্বার্থ, দ্বন্দ্ব, ভোগ, কোলাহল
এনেছে জগতে শুধু হলাহল
নিভাতে আজিকে সেই দবানল
প্রেমবারি সে যে এনেছে হায়
বীর সেনাপতি…“


বেলুড় মঠে পালিত স্বামী বিবেকানন্দের ১৫৯ তম জন্মতিথি। সকাল থেকেই পূজা অর্চনায় কার্যত উৎসবের মেজাজ বেলুড় মঠে। প্রতি বছরের মতো এবারেও স্বামীজির জন্মতিথি উপলক্ষ্যে আয়োজন করা হয়েছে বিশেষ পূজা পাঠ, হোম, ভজন ও সাংষ্কৃতিক অনুষ্ঠানের। কিন্তু করোনা মহামারীর জন্য সুরক্ষার উপর নজর রেখে রুদ্ধদ্বারেই পালিত এবারের স্বামীজীর জন্মোৎসব। যদিও ১০ই ফেব্রুয়ারি থেকে সাধারন মানুষের জন্য খুলে দেওয়া হবে মঠের দরজা বলে জানানো হয়েছে মঠের তরফ থেকে। আজ বেলুড় মঠে কাউকে প্রবেশ করতে দেওয়া না হলেও সমস্ত উৎসব ও ভিতরের সমস্ত অনুষ্ঠানের ছবি দেখানো হচ্ছে বেলুড় মঠের ইউটিউব চ্যানেলে। 

{ads}

Swami Vivekananda Swamiji Birth Anniversary Belur Math Ramkrishna Mission Belur Howrah West Bengal India

Last Updated :